ইনস্টাগ্রামে রাতারাতি ফলোয়ার বাড়াবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৪ জুলাই ২০২৫

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

ইনস্টাগ্রামে অনেকের রয়েছে লাখ লাখ ফলোয়ার। যা তাদের আয়ের পথ আরও সহজ করে দেয় এই প্ল্যাটফর্মে। কিংবা দেখবেন অনেকে পোস্ট করলেই মুহূর্তেই হাজার হাজার রিয়্যাকশন পড়তে থাকে। কিন্তু আপনার তেমন হচ্ছে না।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে রাতারাতি ফলোয়ার বাড়ানোর কয়েকটি সহজ কৌশল রয়েছে। যেগুলো একটু খেয়াল রাখলেই আপনার প্রোফাইলেও লাখ লাখ ফলোয়ার হবে রাতারাতি। আসুন জেনে নেওয়া যাক কৌশলগুলো-

>> প্রথমেই টার্গেট অডিয়েন্স ঠিক করুন। কন্টেন্ট তৈরি করুন নেটিজেনদের জন্য। মূলত ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতীরাই বেশি ব্যবহার করে ইনস্টাগ্রাম। এই অডিয়েন্স ধরতে পারলে ফলোয়ার বাড়বে চোখের পলকে। কনটেন্ট শুধু তৈরি করলেই হবে না, নিয়মিত পোস্ট করতে থাকুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> নিজের প্রোফাইল এমনভাবে সাজান যাতে ব্র্যান্ডগুলো কোলাব করতে আকর্ষিত হয়। বায়োতে ডিটেল তথ্য দিন। যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আগে তাদের মেনশন করে দিন।

>> পোস্ট করার জন্য একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করুন। প্রতিদিন অবশ্যই স্টোরি দেবেন। সপ্তাহে ৪টি রিল পোস্ট করুন। চেষ্টা করুন একই সময়ে ভিডিও বা রিলস আপলোড করতে।

>> সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করুন। কিন্তু তা যেন আপনার কন্টেন্টের সঙ্গে অবশ্যই সামঞ্জস্য হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> ফলোয়ার বাড়ানোর আরেকটি কৌশল হচ্ছে প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের সঙ্গে কোলাব করা। তাতে আপনার পোস্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে ফলোয়ারও বাড়বে।

>> দরকার হলে কিছু পোস্ট বুস্ট করতে পারেন। বিশেষ কোনো পোস্ট বা কনটেন্ট আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, সেক্ষেত্রে বুস্ট করা বুদ্ধিমানের কাজ হবে। এতে ফলোয়ার বাড়বে সহজেই।

>> ইনস্টাগ্রামের ইনসাইটে নজর রাখুন। ট্রেন্ড ফলো করুন। আপলোডের ক্ষেত্রে নানারকম পরীক্ষা নিরীক্ষার কী ফল মিলছে, সেদিকে নজর রাখুন। এতে আপনার ভুলগুলোও খুঁজে পেতে সহজ হবে। যা থেকে আপনি শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।