আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা জানুন ঘরে বসে
বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। এর আগে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম সংগ্রহ করতে পারতেন।
অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি। তবে এখন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, তাদের পর্যলোচনায় তারা দেখেছেন এত বেশিসংখ্যক সিম একজন গ্রাহক ব্যবহার করেন না। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক অনুশীলন চর্চা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত হয়েছে।
এখন মূল ব্যাপার হচ্ছে, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা আপনি কীভাবে জানবেন? এজন্য আপনাকে কোথাও যেতে হবে না। ঘরে বসে মোবাইল ফোনে একটা এসএমএসের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা জানা জরুরি। এতে করে আপনার অজান্তে কেউ আপনার এনআইডি ব্যবহার করে সিম ব্যবহার করছে কিনা, তা জানতে পারবেন, যা ভবিষ্যতে বিভিন্ন ধরণের সমস্যা এড়াতে সাহায্য করবে।
একটি বিশেষ পদ্ধতিতে আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ ৪ সংখ্যা ১৬০০১ নম্বরে এসএমএস করতে পারেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে বিডিস্টল। এছাড়াও কিছু মোবাইল অপারেটরের ক্ষেত্রে, তাদের নিজস্ব কোড ব্যবহার করে সিমের সংখ্যা জানা যায়।
এসএমএস করার নিয়ম:
>> আপনার ফোনের মেসেজ অপশনে যান।
>> আপনার এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের কার্ডের শেষ ৪টি সংখ্যা লিখুন।
>> এই সংখ্যাটি ১৬০০১ নম্বরে পাঠিয়ে দিন।
>> কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ পাবেন, যাতে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা উল্লেখ করা থাকবে।
এছাড়া এয়ারটেল সিম ব্যবহারকারীরা ১২১৪৪৪৪# ডায়াল করে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন। জিপি (গ্রামীণফোন) সিম ব্যবহারকারীরা ১২১৪৪৪৪# ডায়াল করে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।
- আরও পড়ুন
- সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
- পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে
কেএসকে/এএসএম