হেডফোনে রিয়েল-টাইম অনুবাদ শোনার সুবিধা আনছে গুগল ট্রান্সলেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫
হেডফোনে এখন রিয়েল-টাইম অনুবাদ শোনার সুবিধা পাবেন

অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার ছন্দ বজায় থাকবে, ফলে কে কী বলছে তা সহজেই বোঝা যাবে।

টেকক্রাঞ্চের বরাতে জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। একই সঙ্গে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই সক্ষমতা এবং সম্প্রসারিত ভাষা শেখার টুল।

‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারটি ব্যবহার করলে রিয়েল-টাইম কথোপকথনের অনুবাদ সরাসরি হেডফোনে শোনা যাবে। গুগলের দাবি, এই প্রযুক্তি যে কোনো সাধারণ হেডফোনকে একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত করবে।

গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে জানান, বিদেশে গিয়ে ভিন্ন ভাষায় কথা বলা, বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি শো দেখার সময়ও এখন হেডফোন ব্যবহার করে তাৎক্ষণিক অনুবাদ শোনা যাবে। এজন্য গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই হবে।

প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং যে কোনো ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ দিতে সহায়তা করবে। এই আপডেট বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে, যেখানে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষার অনুবাদ সুবিধা মিলবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব-সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।

একই সঙ্গে গুগল তার ভাষা শেখার টুলস সম্প্রসারণ করছে প্রায় ২০টি নতুন দেশে। এর মধ্যে রয়েছে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান। ইংরেজিভাষীরা জার্মান ভাষা অনুশীলন করতে পারবেন, আর বাংলা, জার্মান, ম্যান্ডারিন চীনা (সরলীকৃত), ডাচ, হিন্দি, ইতালিয়ান, রোমানিয়ান ও সুইডিশ ভাষাভাষীরা ইংরেজি শেখার সুযোগ পাবেন।

যেভাবে কাজ করবে-
হেডফোন লাগিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর সামনে কেউ অন্য ভাষায় কথা বললে, তার রিয়েল-টাইম অনুবাদ সরাসরি কানে শোনা যাবে।

আরও পড়ুন
গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে
চলাফেরাকে আরও সহজ করে গুগল ম্যাপের যে ৫টি ফিচার

সূত্র: টেকক্রাঞ্চ

শাহজালাল/কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।