আপনি একাকিত্বে ভুগছেন, পরিবারকে জানাবে অ্যাপ
কর্মসূত্রে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। কেউ ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে। পড়াশোনার প্রয়োজনে অনেকেই অল্প বয়সেই পরিবার ছেড়ে অন্য শহরে পাড়ি দেন। আবার বহু ক্ষেত্রে দেখা যায়, বাড়িতে একা থাকেন প্রবীণ বাবা-মা। একাকি এই জীবনযাপন সহজ নয়। যারা একা থাকেন, তাদের লড়াইটা অনেকটাই নীরব নিজেদের সমস্যার মুখোমুখি নিজেরাই হতে হয়, মানিয়ে নিতে হয় নানা কঠিন পরিস্থিতির সঙ্গে। সেখানে সবসময় পরিবার বা বন্ধুবান্ধবের সহায়তার হাত পাওয়া যায় না।
এমনও ঘটনা বহুবার ঘটেছে, একাকি বসবাসকারী কেউ অসুস্থ হয়ে পড়লেও বা বিপদে পড়লেও তা পরিবারের সদস্য কিংবা কাছের মানুষ কিছুই জানতে পারেন না। কখনো কখনো সেই অবহেলার পরিণতি হয়ে ওঠে ভয়ংকর। এই বাস্তবতাকে সামনে রেখেই এক অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছে অ্যাপল। একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ‘সাইলিমি (Sileme)’। চীনা এই শব্দের অর্থ দাঁড়ায় ‘আর ইউ ডেড?’ বা ‘আপনি কি মারা গেছেন?’
নামটি যতটা চমকপ্রদ, অ্যাপটির ভাবনাও ততটাই বাস্তবভিত্তিক। মূলত যারা একা থাকেন তাদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি খুললেই চোখে পড়ে একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়, যা বোঝায় তিনি নিরাপদ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।
সংস্থা সূত্রে জানা গেছে, যদি কোনো ব্যবহারকারী টানা দুই দিন এই অ্যাপে চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হবে তার ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হবে, ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা সহায়তার প্রয়োজন রয়েছে। ফলে সময়মতো খোঁজ নেওয়া বা সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।
তবে আপাতত এই অ্যাপটির ব্যবহার সীমাবদ্ধ রয়েছে চীনের মধ্যেই। এরই মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ অ্যাপটি ব্যবহার শুরু করেছেন। মূলত চীনের মানুষরা বেশিরভাগই পরিবার ছেড়ে একা বসবাস করেন। ফলে কাজের চাপ, দীর্ঘদিন একা থাকা, এমনকি বৃদ্ধরা বাড়িতে একা থাকেন এবং বেশিরভাগ সময় একাকিত্বে ভোগেন। অনেকে এই একাকিত্ব থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথও বেছে নেন। কিন্তু মানুষটি যে একাকিত্বে ভুগে দুনিয়া ছেড়েছেন তাও তার পরিবারের মানুষ জানতে পারেন না।
এসব মানুষদের জন্যই মূলত অ্যাপটি সেরা হবে। যারা একা বসবাস করেন তাদের পরিবার বা ঘনিষ্ঠজনরা তাদের খবর জানতে পারবেন এখন এই অ্যাপের মাধ্যমে। তবে এটি বিনামূল্যের অ্যাপ নয়, ব্যবহার করতে হলে নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবহারকারীদের। এই বিশেষ অ্যাপটির নেপথ্যে রয়েছে তিনজনের একটি ছোট দল। প্রতিষ্ঠাতাদের সবারই জন্ম ১৯৯৫ সালে।
অ্যাপটি ভাইরাল হওয়ার পর নির্মাতারা জানিয়েছেন, ভবিষ্যতে এটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখে যুক্ত করা হবে নতুন কিছু ফিচার, যাতে প্রবীণদের জন্য অ্যাপটি আরও কার্যকর হয়ে ওঠে।
তবে অ্যাপটির নাম নিয়েই শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীর মতে, ‘আর ইউ ডেড?’ শব্দবন্ধটি নেতিবাচক ও মানসিকভাবে অস্বস্তিকর। তাদের প্রস্তাব, নামটি বদলে ‘আর ইউ অ্যালাইভ?’ বা ‘আর ইউ ওকে?’ রাখা হোক, যা আরও মানবিক ও ইতিবাচক বার্তা বহন করবে।
আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে