হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরোনো চ্যাট দেখতে পারবেন নতুন সদস্যরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপ

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যুক্ত হলে আগের চ্যাট জানতে পারেন না নতুন সদস্য। এটা বেশ সমস্যার ব্যাপার। অনেক সময় জরুরি কিছু বার্তা থাকে যা জানতে পারেন না তারা। এবার এই সমস্যার সমাধান আনলো মেটা।

আইফোন ব্যবহারকারীদের জন্য বড়সড় পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে খুব শিগগিরই এমন একটি ফিচার যোগ হতে পারে, যার ফলে নতুন করে কেউ গ্রুপে যুক্ত হলে আগের মেসেজগুলোও দেখতে পারবেন। এতদিন পর্যন্ত গ্রুপে যোগ দেওয়ার পরের কথোপকথনই শুধু দেখা যেত, আগের চ্যাট থাকত অদৃশ্য। নতুন আপডেটে সেই সীমাবদ্ধতা দূর হওয়ার ইঙ্গিত মিলছে।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইওএস-এর টেস্টফ্লাইট বিটা ভার্সনে ‘গ্রুপ চ্যাট হিস্টোরি’ নামে একটি নতুন ফিচার পরীক্ষা করছে। প্রথমে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য এই সুবিধা আনার পরিকল্পনা থাকলেও, এবার তা আইফোন ব্যবহারকারীদের জন্যও চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এই তথ্য প্রথম প্রকাশ করেছে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো।

নতুন এই ফিচার চালু হলে গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যরা আগের কথোপকথনের প্রেক্ষাপট সহজেই বুঝতে পারবেন। টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে আগে থেকেই এই সুবিধা থাকলেও, হোয়াটসঅ্যাপে এতদিন তা অনুপস্থিত ছিল। আপডেটটি কার্যকর হলে নতুন সদস্য সর্বোচ্চ শেষ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি মেসেজ দেখতে পারবেন। এসব পুরোনো মেসেজ আলাদা রঙে প্রদর্শিত হবে, যাতে নতুন মেসেজের সঙ্গে গুলিয়ে না যায়।

গ্রুপে নতুন কাউকে যুক্ত করার সময় ‘অ্যাড মেম্বার’ অপশনের পরেই একটি অতিরিক্ত বিকল্প দেখা যাবে, যেখানে পুরোনো চ্যাট শেয়ার করার অনুমতি দেওয়া যাবে। ব্যবহারকারী চাইলে ১০০টির কম সংখ্যক মেসেজও নির্বাচন করতে পারবেন। তবে গোপনীয়তার কথা মাথায় রেখে এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখা হবে। অর্থাৎ গ্রুপ অ্যাডমিন বা সদস্য নিজে থেকে অনুমতি না দিলে পুরোনো মেসেজ নতুন সদস্যের কাছে পৌঁছাবে না।

এছাড়াও, কারও সঙ্গে গ্রুপের চ্যাট শেয়ার করা হলে বিষয়টি অন্য সদস্যদের জানিয়ে নোটিফিকেশন পাঠানো হবে। গ্রুপে স্পষ্ট করে দেখানো হবে কে নতুন সদস্যের সঙ্গে পুরোনো মেসেজ শেয়ার করেছেন। প্রথম তিনবার এই কাজ করার সময় সতর্কবার্তা দেখানো হবে, এরপর ব্যবহারকারী সম্মতি দিলেই মেসেজ শেয়ার করা যাবে।

এই মুহূর্তে ফিচারটি শুধু টেস্টফ্লাইট ব্যবহারকারী আইওএস বিটা ইউজারদের জন্য সীমিত আকারে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সব আইফোন ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই আপডেট সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।