একসঙ্গে ৩ ক্রুজার বাইক আনছে বেনেল্লি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

সম্প্রতি ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা বেনেল্লি একসঙ্গে তিনটি বাইক লঞ্চ করেছে। সেই বাইকগুলো হলো এলএফসি৭০০, এলএফএস ৭০০, ডার্ক ফ্লাগ। অসংখ্য ফিচার ও আকর্ষণীয় ডিজাইনসহ এসেছে বাইকগুলো।

বেন্ডা এলএফএস ৭০০-এর মতো ৪ সিলিন্ডারসহ একটি ৬৮০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে এলএফসি৭০০ বাইকটিতে। তবে এই ইঞ্জিনটি ৯১ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। ম্যানুয়াল গিয়ারবক্স ইঞ্জিনের সঙ্গে যুক্ত। ২৭৫ কেজি ওজনের বাইকটিতে ২০ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুপার ক্রুজার বাইক আনছে রয়্যাল এনফিল্ড

অন্যদিকে বেন্ডা এলএফএস ৭০০-এর মতো ৪ সিলিন্ডারসহ একটি ৬৮০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন থাকছে এলএফএস ৭০০। এই ইঞ্জিনটি ৭৪ বিএইচপি শক্তি এবং ৬৭ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে একটি ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। ২২৬ কেজি ওজনের বাইকটিতে ১৮ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক থাকছে।

এছাড়া ডার্ক ফ্লাগ ক্রুজার বাইকটির ফিচারের মধ্যে রয়েছে নিচু সিট, চওড়া হ্যান্ডেলবার, ফরওয়ার্ড সেট ফুটপেগ, অ্যালয় হুইল, সিঙ্গেল হেডলাইট এবং মোটা এগজস্ট। যার মধ্যে ৪৯৬ সিসি ভি৪ ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৫২ বিএইচপি শক্তি এবং ৪২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ২৩১ কেজি ওজনের বাইকটিতে ১৬ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক থাকছে।

আরও পড়ুন: বেশি মাইলেজের সেরা ৫ বাইক

এই ক্রুজার বাইকগুলোর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৭০ থেকে ১৯৫ কিলোমিটার। ধারণা করা হচ্ছে এ বছরই ভারতে লঞ্চ হতে পারে বাইকগুলো। চীনের বাজারে বাইকগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ থেকে শুরু।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।