আলট্রা-স্লিম ডিজাইনের বাজেট স্মার্টফোন রিয়েলমি সি৩০

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

তরুণদের চাহিদা ও বাজেটের কথা মাথায় রেখেই সাশ্রয়ী দামে স্মার্টফোন এনেছে রিয়েলমি। নতুন রিয়েলমি সি৩০ স্মার্টফোনটিতে রয়েছে ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসর, যার আনতুতু স্কোর ২ লাখের ওপরে। এছাড়া ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ রয়েছে, যা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দিবে দুর্দান্ত অভিজ্ঞতা।

একই দাম-সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এই ডিভাইসটিকে অনন্য করেছে ৮.৫ মিলিমিটার আলট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে।

রিয়েলমি সি৩০ স্মার্টফোনে ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিওর ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর জন্য নিশ্চিত করবে সেরা বিনোদন। তুলনামূলক বড় ডিসপ্লে থাকায় ভিডিও গেম খেলা, ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে ফোনটি।

আরও পড়ুন: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

রিয়েলমির নতুন এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসর, যার আনতুতু স্কোর ২ লাখের ওপরে। ১২ ন্যানোমিটার অক্টা-কোর বিশিষ্ট এ প্রসেসর সর্বোচ্চ ১ দশমিক ৮২ গিগাহার্টজ গতি নিশ্চিত করবে। ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট রম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির রম সর্বোচ্চ ১ টেরাবাইট অবদি বর্ধিত করা যাবে। কাজেই ব্যবহারকারীকে স্টোরেজ নিয়ে জটিলতায় পড়তে হবে না।

অ্যান্ড্রয়েড ১১ প্ল্যাটফর্ম ভিত্তিক রিয়েলমি ইউআই গো এডিশন চালিত রিয়েলমি সি৩০ স্মার্টফোনে দ্রুত কাজ করা যাবে। এছাড়া রিয়েলমির নিজস্ব কাস্টম ইউআই প্রাইভেসি ও পারফরমেন্সকে উন্নত করেছে, যা অল্প চার্জের মাধ্যমেও ডিভাইসকে দীর্ঘক্ষণ সচল রাখতে সহায়তা করে।

রিয়েলমি সি৩০ স্মার্টফোনে এআই ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল হাই রেজোলিউশনের সেলফি ক্যামেরা রয়েছে। এইচডিআর মোড থাকায় ডিভাইসটির রিয়ার ক্যামেরায় অনায়াসেই ভালো মানের ছবি ধারণ করা যাবে। অর্থাৎ দাম অনুযায়ী রিয়েলমি সি৩০ স্মার্টফোন ফটোগ্রাফির চাহিদা অনেকটাই পূরণ করবে।

এ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ডিভাইসটিতে আল্ট্রা সেভিং মোড থাকায় এর ব্যাটারি একবার ফুল চার্জে দিনব্যাপী গেম খেলা ও ভিডিও দেখার নিশ্চয়তা দেবে। স্ট্যান্ডবাইতে ৪৫ দশমিক ৩ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। রিয়েলমি সি৩০ স্মার্টফোনটির দাম থাকছে মাত্র ৯ হাজার ৯৯৯ টাকা।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।