৫০০-৭৫০ সিসির ই-বাইক আনছে হোন্ডা

বাইকের জগতে হোন্ডা জনপ্রিয়তা ধরে রেখেছে অনেক বছর ধরেই। একের পর এক বাইক এনে গ্রাহকদের মন জয় করে রেখেছে সংস্থাটি। এবার বৈদ্যুতিক বাইক আনতে চলেছে হোন্ডা। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্য়েই বাজারে আসবে হোন্ডার ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক।
অনেকদিন আগেই এই বিষয়ে ঘোষণা করেছিল কোম্পানি। মার্চেই হোন্ডা জানিয়েছিল, ২০২৪ সালের মার্চের মধ্য়ে দুটি ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করবে তারা। সেই বাইকগুলোর ব্যাটারি খুলে বাড়িতেই চার্জে বসানো যাবে। তাই একটার চার্জ শেষ হলে অন্যটা বাইকে বসিয়ে দিতে পারবেন। এতে প্লাগে বসিয়ে বাইক চার্জ করার সমস্যা থাকবে না।
আরও পড়ুন: নতুন হান্টার বাইক আনছে রয়্যাল এনফিল্ড
তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন উদ্ভাবনে ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক আনবে কোম্পানি। দুটি সিলিন্ডারের বাইক হবে এই মডেল। গতির ওপর ভিত্তি করে এই ইলেকট্রিক বাইক আনবে হোন্ডা। শোনা যাচ্ছে, আইসিই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে নতুন বাইকের।
হোন্ডা মোটর কোম্পানির ডিরেক্টর শিনজি আওয়ামা জানিয়েছেন, তার সংস্থা একটি ‘মজাদার’ ইলেকট্রিক মোটরসাইকেল ডেভেলপ করছে, যাতে ৫০০-৭৫০ সিসি টু-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এমনকি তাদের ইলেকট্রিক বাইকের মোটর থেকে শুরু করে যাবতীয় সবকিছু ভারতেই তৈরি করা হবে বলে দাবি করছেন তিনি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
কেএসকে/জেআইএম