টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২২ মে ২০২৩

টুইটারকে টেক্কা দিতে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম নিয়ে আসছে নতুন অ্যাপ। যেখানে টুইটারের মতো লেখার সুযোগ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রামের এই টেক্সট ভিত্তিক অ্যাপের সঙ্গে টুইটারের পাশাপাশি মাস্টোডন অ্যাপেরও মিল থাকবে। ইনস্টাগ্রামের নতুন টেক্সট ভিত্তিক অ্যাপে ৫০০ শব্দ পর্যন্ত লেখা যাবে বলেও শোনা যাচ্ছে। যদিও নতুন অ্যাপ প্রসঙ্গে সব খবরই গোপন রেখেছে মেটা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আয়ের নতুন উপায় আনলো ইনস্টাগ্রাম

তবে শোনা যাচ্ছে, নির্দিষ্ট কিছু ব্যবহারকারীই এই মাসে সুযোগ পাবেন নতুন অ্যাপ পরীক্ষা করার। এই অ্যাপ নিয়ে মেটার বিভিন্ন ট্যালেন্ট এজেন্সি এবং তারকাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে, তাদের এই অ্যাপ নিয়ে কতটা আগ্রহ রয়েছে প্রাথমিক ভাবে সেটাই দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, এ বছর জুনে এই অ্যাপটি লঞ্চ হতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে মেটা কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের নতুন প্রোডাক্ট প্রভাবশালী এবং বেশ কিছু ক্রিয়েটরকে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। এছাড়া কয়েকজন অ্যাপ ডেভেলপার অ্যাপটি ব্যবহার করছেন পরীক্ষামূলকভাবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: ব্লুমবার্গ

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।