কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিটি কম্পিউটারেই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। অনেকে একে ডিজিটাল অ্যাড্রেসও বলেন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিলেই আইপি অ্যাড্রেস তৈরি হয়। এর পুরো নাম ‘ইন্টারনেট প্রোটোকল’। আইপি অ্যাড্রেস খুঁজে বের করার নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমটা শুনে জটিল মনে হতে পারে, কিন্তু আদতে খুব সহজ।

আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন যেভাবে-

>> প্রথমে কম্পিউটার চালু করে ইন্টারনেট অন করুন।
>> এবার উইন্ডোজ ইউজাররা ‘cmd’ টাইপ করে এন্টা অপশনে ক্লিক করলেই কম্যান্ড প্রম্পট খুলে যাবে।
>> কম্যান্ড প্রম্পটে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করতে হবে। বেশ কিছু তথ্য সামনে আসবে।
>> এখান থেকে ইউজার যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন তার ‘IPv4’ বা ‘IPv6’ অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। সেটাই ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।

আরও পড়ুন
আপনার ফোনের এক্সপায়ার ডেট কবে জানেন?

ম্যাকের আইপি অ্যাড্রেস জানতে হলে
>> স্পটলাইটে সার্চ করে টার্মিনাল অ্যাপ খুঁজে বের করতে হবে।
>> টার্মিনাল অ্যাপে গিয়ে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করুন।
>> অ্যাকটিভ নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে সম্পর্কিত বিভাগটি খুঁজে বের করতে হবে। সাধারণত ‘en0’ বা ‘en1’ নামে থাকবে।
>> এখানে ‘inet’ লাইনের পাশের নম্বরটাই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।

আরও পড়ুন
ফোনের সেটিংস বদলেই থামাতে পারবেন স্প্যাম কল আসা
সেটিংস বদলেই ফোনের গতি বাড়াতে পারবেন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।