এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: সংগৃহীত

ই-স্কুটারের জগতে ওলা বেশ পরিচিত নাম। এবার ইলেক্ট্রিক স্কুটারের দুনিয়ায় বিরাট চমক ওলার। জেনারেশন ৩ রেঞ্জের নতুন স্কুটার বাজারে নিয়ে এলো এই সংস্থা। নতুন সিরিজের এই স্কুটারের বিশেষত্ব হলো একবার চার্জে এটি ৩২০ কিলোমিটার পর্যন্ত ছুটবে। জেনারেশন ৩ সিরিজে ওলার নতুন স্কুটারগুলো হলো ওলা এস১ প্রো, ওলা এস১ প্রো প্লাস, ওলা এস১ এক্স, ওলা এস১ এক্স প্লাস।

আগের স্কুটারগুলোতে যেখানে হাব মোটর ব্যবহার করা হত সেখানে এই সিরিজের স্কুটারে থাকছে মিড ড্রাইভ মোটর এবং ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট। এছাড়া এতে থাকছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এর মধ্যে এস১ প্রো প্লাস স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। একবার চার্জ দেওয়া হলে ৩২০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে স্কুটিটি।

ওলা এস১ প্রো প্লাস মডেল শুধু ৪ ও ৫.৩ কিলোওয়াট ব্যাটারিতেই পাওয়া যাবে। ভারতে এই মডেলের দাম (৪ কিলোওয়াট ব্যাটারি) ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ রুপি, ৫.৩ কিলোওয়াট ব্যাটারি মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ রুপি। গতি ১৪১ কিলোমিটার প্রতি ঘণ্টা। মাত্র ২.১ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে পারবে। একচার্জে ছুটবে ৩২০ কিলোমিটার।

এস১ এক্স মডেলে দাম (২কিলোওয়াট ব্যাটারি) ৭৯ হাজার ৯৯৯ রুপি, ৩ কিলোওয়াট ব্যাটারির মডেলের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি এবং টপ ভেরিয়েন্ট ৪ কিলোওয়াট ব্যাটারির মডেলের দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি। গতি ১২৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার।

ওলা এস১ এক্স প্লাস মডেল শুধু ৪ কিলোওয়াট ব্যাটারিতেই পাওয়া যাবে। যার দাম ১ লাখ ৭ হাজার ৯৯৯ রুপি। সর্বোচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার।

নতুন মডেলের দাম আগের মডেলগুলোর তুলনায় ৩১ শতাংশ কম রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এই সিরিজের স্কুটারের ব্যাটারি ২ কিলোওয়াট থেকে ৫.৩ কিলোওয়াট পর্যন্ত পাওয়া যাবে। পছন্দ মতো ব্যাটারি নিতে পারবেন গ্রাহকরা।

সূত্র: এবিপি নিউজ

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।