বাজারে আসছে সনির নতুন ট্যাবলেট

২০১৫ সালের প্রথম প্রান্তিকে বাজারে নতুন ট্যাবলেট উন্মোচন করতে যাচ্ছে জাপানভিত্তিক প্রযুক্তি কোম্পানি সনি। আগামী বছরের প্রথমে ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের এই নতুন ট্যাবটি উন্মুক্ত করতে পারে সনি। বড় ডিসপ্লের ট্যাবলেটের বাজারে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নতুন ডিভাইস আনছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক বাজারে ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট সরবরাহের জন্য এরই মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডিভাইস উত্পাদন শুরু করেছে সনি। অবশ্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাবের থেকে সনির নতুন ডিভাইসটির জন্য গ্রাহকদের একটু বেশি অর্থ গুনতে হবে। জানা যায়, ট্যাবটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ডলার। ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৩৮৪০–২৪০০ পিক্সেল রেজলুশনের ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া কোয়ালকম প্রসেসরের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেগাট্রন টেকনোলজির মাধ্যমে নতুন ট্যাবটি উৎপাদন করছে সনি।