স্মার্টচশমায় ইন্টেলের বিনিয়োগ

মার্কিন প্রতিষ্ঠান ভুজিক্স স্মার্টচশমা আনতে কাজ করছে । আর স্মার্টচশমা নির্মাতা প্রতিষ্ঠানটি যাতে অল্প সময়ের মধ্যে আলোচিত ডিভাইসটি বাজারে আনতে পারে, সেজন্য সম্প্রতি ২ কোটি ৪৮ লাখ ডলার বিনিয়োগ করেছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল।
সাম্প্রতিক সময়ে পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। আর এ বাজারে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে ইন্টেল। এ বাজার থেকে এরই মধ্যে বেশকিছু কোম্পানি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে শুরু করেছে।
পিসির চিপ নির্মাতা হিসেবে খ্যাতি থাকলেও মার্কিন কোম্পানিটি মোবাইল ডিভাইস বাজারে প্রবেশ করতে দেরি করেছে। কিন্তু পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে দেরি করতে রাজি নয় ইন্টেল। এ কারণে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করতে শুরু করেছে।
এরই মধ্যে ইতালির ফ্যাশন ব্র্যান্ড লুক্সোটটিকার সঙ্গে মিলে স্মার্টচশমা বাজারে আনতে কাজ শুরু করেছে ইন্টেল। এক মাস আগে লুক্সোটটিকার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। লুক্সোটটিকার স্মার্টচশমায় ব্যবহার করা হবে ইন্টেলের চিপ।
স্মার্টচশমার পাশাপাশি স্মার্টব্যান্ড ও ঘড়ি আনতেও কাজ করছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ইন্টেল ঘড়ি নির্মাতা ফসিল গ্রুপ ও ফ্যাশন ব্র্যান্ড ওপেনিং সেরেমনির সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে।