শেরপুর নিউমার্কেট ফ্রি ওয়াই-ফাই জোন


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৫ জুলাই ২০১৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর শহরের প্রাণকেন্দ্র পৌর নিউমার্কেট এলাকাকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনা হয়েছে। গতকাল সোমবার থেকে ৮ জুলাই পর্যন্ত ঈদের ছুটির ৫ দিন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এ ওয়াই-ফাই জোন সচল থাকবে।

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য পুরো নিউমার্কেট এলাকাটি ফ্রি ওয়াই-ফাই জোনের আওতাভুক্ত করেছে ‘এমসিএম-সেভেন মিরর কম্পিউটার’ নামের একটি কম্পিউটার-ইন্টারনেট প্রযুক্তিপণ্য সেবা বিক্রেতা প্রতিষ্ঠান।

এ উপলক্ষে সোমবার শহরে মাইকিং করা হয়েছে। সেভেন মিরর কম্পিউটার টেকনোলোজির স্বত্বাধিকারী মো. ওয়াহিদুজ্জামান রনি জানান, ঈদের ছুটিকে আনন্দময় করতে এবং শহরবাসীকে ঈদের শুভেচ্ছা স্বরূপ নিউমার্কেট এলাকা এ ওয়াই-ফাই জোন করা হয়েছে।

কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এ ওয়াই-ফাই জোনের আওতায় ৫১২ জন ইউজার একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এসময় ব্যবহারকারীরা ফ্রি ফেইজবুক, ইমেইল, ইউটিউব এবং নিউজ পোর্টাল সাইট দেখতে পারবেন, তবে কোনো ডাউনলোডে যেতে পারবেন ন।

হাকিম বাবুল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।