মুনাফার রেকর্ডে অ্যাপল


প্রকাশিত: ০৩:০০ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

নতুন আইফোন বাজারে এনে এক প্রকার বাজিমাত করেছে অ্যাপল। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ডসংখ্যক আইফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে বিশ্বের করপোরেট ইতিহাসে এক প্রান্তিকের মুনাফায় রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের শেষ তিন মাসেই ৭ কোটি ৪৫ লাখ আইফোন বিক্রি হয়েছে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে ছাড়ে অ্যাপল।

ইতোমধ্যে ২০১৫ সালের শুরুতেই অ্যাপলের মুনাফা হয়েছে ৭ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার। আইফোন বিক্রি বেড়ে যাওয়ায় মোট মুনাফাও গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, বিশ্লেষকেরা আইফোন বিক্রির হার বিস্ময়কর বললেও ফলাফল আরও ভালো হতে পারত যদি বিশ্বজুড়ে ডলার শক্তিশালী হয়ে না উঠত।
গত প্রান্তিকের মতো এবার জানুয়ারি থেকে মার্চ এই প্রান্তিকেও মুনাফার ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাপল।

অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা লুকান মায়েস্ত্রি বলেছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় ১৪ থেকে ২০ শতাংশ বেশি মুনাফা করবে অ্যাপল।

নতুন আইফোন বাজারে এনে বরাবরের মতোই বাজার মাত করেছে অ্যাপল। ২০১৩ সালে আইফোন ৫ এস ও ৫ সি বাজারে এনে প্রথম প্রান্তিকেই পাঁচ কোটি ১০ লাখ ফোন বিক্রি করেছিল। বড় মাপের স্ক্রিনের আইফোন ৬ ও ৬ প্লাসও জনপ্রিয় হয়েছে।

এর আগে অ্যাপল বড় মাপের স্ক্রিনযুক্ত পণ্য বাজারে আনতে উৎসাহী ছিল না। তবে বাজারের সঙ্গে তাল মিলিয়ে ৪ ইঞ্চি মাপের আইফোন ৫ ছেড়ে একবারেই ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের আইফোন ৬ ও সাড়ে ৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৬ প্লাস বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। সূত্র: বিবিসি

বিএ/এমএস







জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।