ওসমান হাদির বক্তব্য

‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’ বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি।

ওসমান হাদির ভেরিফায়েড পেজে এমনই একটি পোস্ট করা হয়েছে ১৯ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিটে। সঙ্গে কফিনের একটি ছবি যুক্ত করা হয়েছে। পোস্টটি মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

পেজে লেখা হয়েছে, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

আরও পড়ুন
ওসমান হাদি কবিতা লিখতেন ‘সীমান্ত শরিফ’ নামে 
অপ্রতিরোধ্য হাদির বিদ্রোহ ও ন্যায়ের যাত্রা 

পোস্টের মাত্র ১ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৯৭ হাজার রিঅ্যাক্ট, ৯ হাজার কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার হয়েছে। নেটিজেনরা তাদের টাইমলাইনে পোস্টটি শেয়ার করছেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।

পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।