গ্রুপবার্তা ও ভিডিও শেয়ারিং সুবিধা টুইটারে


প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

এক বার্তা একসাথে একাধিক ব্যক্তিকে পাঠানোর সুবিধা চালু করেছে টুইটার। সেইসাথে ভিডিও পাঠানোরও সুযোগ করে দিয়েছে প্রাতষ্ঠানটি। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবে।

টুইটারের পণ্য বিভাগের পরিচালক জিনেন ক্যামডার জানান, এর মাধ্যমে গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জনকে বার্তা পাঠানো যাবে। পাশাপাশি পাঠানো যাবে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভিডিও।

গত ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে টুইটারকে ছাড়িয়ে যায় মোবাইল থেকে অনলাইনে ছবি ও ভিডিও বিনিময়ের সাইট ইনস্টাগ্রাম। বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৮ কোটি ৪০ লাখ।

অন্যদিকে ইনস্টাগ্রামের রয়েছে ৩০ কোটির বেশি ব্যবহারকারী। ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে তাই নতুন এ ফিচার চালু করল টুইটার কর্তৃপক্ষ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বিএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।