মনের অবস্থা বুঝতে সেলফি

সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে ছবি তোলা হলে বড় অংশজুড়ে থাকে সেলফি। আর এ সেলফি নিয়ে চলছে বিভিন্ন গবেষণাও। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে সেলফি ভিডিওগুলো ব্যক্তির মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা দিতে পারে। তারা সেলফিতে ব্যবহারকারীর অভিব্যক্তি দেখে মনের অবস্থা বোঝার মতো অ্যাপ উন্নয়ন করেছেন বলেও জানান।
অ্যাপটি মানুষের মুখভঙ্গি পর্যবেক্ষণ করে তার মানসিক অবস্থা সম্পর্কে জানাবে। এজন্য গ্রাহকের অনুভূতি প্রকাশে বাড়তি কোনো তথ্য জানানো বা কোনো ধরনের ডিভাইস পরিধানের প্রয়োজন হবে না। এ বিষয়ে রচেস্টার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়েবো লুও বলেন, ‘স্মার্টফোন থেকে সংগ্রহ করা যায়, এমন কোনো তথ্যেরই প্রয়োজন হবে না। ব্যবস্থাটির মাধ্যমে মানসিক অবস্থা জানা যাবে শুধু সংশ্লিষ্ট মানুষটির অভিব্যক্তি থেকে।
এ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে গবেষকরা গ্রাহক আচরণের বেশকিছু দিক বিবেচনায় এনেছেন। যেমন- চোখের পলক ফেলার হার, চোখের মণির ব্যাসার্ধ, মাথা নড়াচড়া করানো ইত্যাদি। এছাড়া সামাজিক যোগাযোগ সাইটে গ্রাহক ভিডিওগুলো কীভাবে পোস্ট করছেন, পেজ স্ক্রলের গতি, মাউসে ক্লিকের পরিমাণ ইত্যাদি তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক অবস্থা সম্পর্কে ধারণা দেবে।
এমআর/এমএস