রায়গঞ্জে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করবেন জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

আগামীকাল সোমবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে নবনির্মিত “রায়গঞ্জ আইটি-কাম-কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট” এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন তিনি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।