ক্রিকেট নিয়ে ফেসবুকে আলোচনায় বাংলাদেশ


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ফেসবুক ব্যবহারকারীদের ক্রিকেট সংশ্লিষ্ট তথ্য টাইমলাইনে শেয়ার করা, সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপ ব্যবহার, পেজ লাইক এবং ক্রিকেট নিয়ে অন্যান্য কার্যকলাপের ওপর ভিত্তি করে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক।

এ প্রতিবেদন অনুযায়ী ফেসবুকে ক্রিকেটপ্রেমীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যত মানুষ ফেসবুকে ক্রিকেট নিয়ে আলোচনা করছে, তার ৪৫ শতাংশ ভারত থেকে।

ফেসবুক সূত্রে জানা যায়, সাইটটিতে ক্রিকেট নিয়ে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ শতাংশ পুরুষ এবং ১৯ শতাংশ নারী। শনিবার শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। ১৩০ কোটিরও বেশি মানুষ ফেসবুকের নিবন্ধিত। এর মধ্যে প্রায় ১০ কোটি মানুষ সাইটটিতে ক্রিকেট-সংক্রান্ত পোস্ট দেয় কিংবা অন্য কর্মকাণ্ডে অংশ নেয়।

বিশ্বকাপ ক্রিকেটে যুক্তরাষ্ট্র না থাকলেও ফেসবুকে আলোচনায় অংশ নেয়া ব্যবহারকারীর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশ। এরপরই রয়েছে ইংল্যান্ড।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী এখন চলছে ক্রিকেট উন্মাদনা। অন্য মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্রিকেট নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।