জাকারবার্গের বিরুদ্ধে প্রতিবেশীর মামলা


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৪ মার্চ ২০১৫

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছেন তার প্রতিবেশী। প্রতিবেশীর দাবি, তার বাসার কাছের জায়গাটি জাকারবার্গ কিনেছেন অনৈতিক উপায়ে।

মামলায় অভিযোগ, জাকারবার্গ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ক্যালিফোর্নিয়ার পালো আলটো-তে এই জায়গাটি কিনেছিলেন এই বলে যে, তাকে সিলিকন ভ্যালিতে জাকারবার্গের প্রভাবশালী বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে এই প্রতিশ্রুতি রাখেননি মার্ক।

মামলার আর্জিতে মার্কের এই সম্পত্তি কেনার খুঁটিনাটি জানানোরও আবেদন করা হয়।

বাদি পক্ষের আইনজীবী বলেন, মার্কের নিজের দালালই তাকে ‘নিতান্তই শিশু’ বলে অভিহিত করেছে। আর জাকারবার্গের আইনজীবী এই বলে অভিযোগ নাকচ করেছেন যে, প্রতিবেশীরা অকারণ চাপে ফেলে মার্ককে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করছে।

এসআরজে

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।