ট্র্যাকিংয়ের অভিযোগ স্বীকার করলো ফেসবুক


প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ এপ্রিল ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সাইটে অ্যাকাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারীকে ট্র্যাক করার বিষয়টি স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি আইন লঙ্ঘনের অভিযোগটি অস্বীকার করেছে তারা।

বেলজিয়ান ডেটা নিরাপত্তা কর্তৃপক্ষের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুকের ইউরোপ নীতিমালার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান জানিয়েছেন, ওই প্রতিবেদনটিতে ফেসবুক কীভাবে তথ্য ব্যবহার করে তা ভুলভাবে তুলে ধরেছে।

অ্যালান আরও জানান, গবেষকরা এমন একটি বাগ খুঁজে পেয়েছিলেন যা হয়তো কিছু সংখ্যক ফেসবুক ব্যবহারকারীকে সাইন আউট অবস্থায় থাকা সত্ত্বেও কুকি পাঠাতো। কিন্তু এটি প্রতিষ্ঠানটির ইচ্ছাকৃত কোনো কাজ নয়। ইতোমধ্যেই ওই বাগ সমস্যার সমাধান করা হয়েছে।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ওই প্রতিবেদনটির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে বেলজিয়ান প্রাইভেসি কমিশন ২৯ এপ্রিল সিদ্ধান্ত নেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।