অনুমোদন পেল সার্ভিস ইনোভেশন ফান্ডের ৩০ প্রকল্প


প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ৩০ মে ২০১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’র ৯ম রাউন্ডের প্রকল্পসমূহের ওরিয়েন্টেশন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সার্ভিস ইনোভেশন ফান্ডের চলমান ধারায় মোট ৩০টি প্রকল্প এই রাউন্ডে অনুমোদন পেয়েছে।

একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত ৯টি রাউন্ডে মোট ১৬৩টি প্রকল্প পুরস্কৃত করা হয়েছে। যেগুলো বিভিন্ন সরকারি দফতর, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে এসেছে।

এছাড়াও তরুণ উদ্ভাবকদের কাছ থেকে আসা উদ্ভাবনী উদ্যোগসমূহ বাস্তবায়নে এটুআই প্রোগ্রাম থেকে অনুদান প্রদান করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা ‘সলভ-এ-থন’ থেকে আসা উদ্যোগগুলোর মধ্যে শ্রেষ্ঠ ১১টি প্রকল্প এবং বিভিন্ন বয়সের নারীদের সমস্যা সমাধানের প্রতিযোগিতা ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’-এর শ্রেষ্ঠ ৭টি প্রকল্প থেকে ২টি প্রকল্পকে এবার সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমেই অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

উল্লেখ্য, জনগণের সেবা প্রাপ্তি আরও সহজ করতে ও সরকারি সেবার মান উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের ইনোভেশন প্রচেষ্টায় সহায়তা প্রদান করতে এবং বিদ্যমান ক্ষুদ্র ও মধ্যম পর্যায়ের উদ্যোগসমূহে উদ্ভাবনী দক্ষতার বিকাশে চালু করা হয় ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’।

বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএইড এর সমন্বয়ে গঠিত এ ফান্ড পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে।

এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।