এক অ্যাপে সব এফএম রেডিও


প্রকাশিত: ০২:৫২ এএম, ১৩ জুন ২০১৭

যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের এফএম রেডিও শোনা সহজতর করতে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে নতুন একটি অ্যাপ। অ্যাপটির নাম বাংলা টিউন। এফএম শোনার সময় পছন্দের রেডিও চ্যানেলটি খুঁজে বের করতে ব্যয় হয় অনেক সময়। তাই এফএম রেডিও প্রিয় মানুষদের সময় বাঁচাতে এসেছে এই অ্যাপটি।

‘বাংলা টিউন’ নামের এই অ্যাপে রয়েছে সহজে যেকোনও রেডিও চ্যানেল শোনার সুবিধা। অ্যাপটি দিয়ে বাংলাদেশের যেকোনও এফএম রেডিও শোনা যাবে।

বিজ্ঞাপন

অন্য অ্যাপের মত খুব বেশি বিরক্তিকর বিজ্ঞাপন নেই অ্যাপটিতে। দেশের সব এফ এম শোনার পাশপাশি ভারতের জনপ্রিয় বাংলা এফ এম এবং বিশ্বের জনপ্রিয় বাংলা এফ এম বিবিসি বাংলা, ওয়াশিংটন বাংলা ও ভয়েস অব আমেরিকা শোনার সুবিধা আছে এতে।

এছাড়া জনপ্রিয় বাংলা অনলাইন রেডি ও রেডিও বাংলা টিউনে সরাসরি গান রিকুয়েস্ট ও লাইভ আড্ডা দেয়ার ব্যবস্থা আছে অ্যাপটিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যেকেনো খেলার হালনাগাদ তথ্য নোটিফিকেশন আকারে পাওয়া যায় অ্যাপটিতে। অ্যাপটি ডাউনলোড লিংক (https://goo.gl/sJIOoG)।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।