প্রায় ৫০ লাখ জিমেইল আইডি হ্যাক


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

৪৯ লাখ ত্রিশ হাজার জিমেইল আইডি ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে। একদল রাশিয়ান হ্যাকার এগুলো হ্যাক করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোর ৬০ শতাংশ সচল বলে জানিয়েছে সংবাদমাধ্যম। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো ইংলিশ, রাশিয়ান ও স্প্যানিশ নাগরিকদের বলে জানা গেছে।

বিটকয়েন ফোরাম বিটিসিএইসি.কম ওয়েবসাইটে হ্যাক হওয়া ‍অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ঘটনা সত্যতা স্বীকার করে গুগল জানিয়েছে, এর ফলে আমাদের সিস্টেম ভেঙে পড়েছে বিষয়টি কিন্তু তা নয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।