জনপ্রিয় বাইকের নতুন সংস্করণ আনলো রয়্যাল এনফিল্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ পছন্দ করা বাইকারদের জন্য এলো দারুণ সুখবর। মোটোভার্স ২০২৫ ইভেন্টে জনপ্রিয় এই ক্রুজার বাইকের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই এডিশনটি পাওয়া যাবে আকর্ষণীয় সানড্রনার ওরেঞ্জ রঙে, যা বাইকটিকে আরও উজ্জ্বল ও নজরকাড়া করে তুলেছে।

রয়্যাল এনফিল্ড জানিয়েছে, বিশেষভাবে ভ্রমণপ্রেমী রাইডারদের কথা মাথায় রেখেই এই সংস্করণটি ডিজাইন করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এতে এমন কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত করা হয়েছে, যেগুলো আগে আলাদাভাবে কিনতে হতো। এখন বাইকটিতে ফ্যাক্টরি থেকেই দেওয়া হচ্ছে একটি ডিলাক্স ট্যুরিং সিট, যা দীর্ঘ ভ্রমণে অতিরিক্ত আরাম নিশ্চিত করবে। 

এই স্পেশাল এডিশনে থাকছে ট্রিপার নেভিগেশন পড, যা রাইডারকে রুট নির্দেশনা দিতে সক্ষম। বাতাসের চাপ কমানোর জন্য যুক্ত করা হয়েছে একটি ছোট ফ্লাইস্ক্রিন। পাশাপাশি পিলিয়নের আরামের জন্য নতুন ডিজাইনের একটি ব্যাকরেস্ট দেওয়া হয়েছে, যা দীর্ঘ সফরে যাত্রীর ক্লান্তি কমাতে সহায়ক হবে।

বাইকটিকে আরও আধুনিক ও প্রিমিয়াম করে তুলতে এতে রয়েছে এলইডি হেডল্যাম্প, অ্যালুমিনিয়াম টিউবলেস স্পোক হুইল, অ্যাডজাস্টেবল লিভার, স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ এবং ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং পোর্ট। এসব ফিচার মিটিওর ৩৫০-কে দৈনন্দিন ব্যবহার ও লং ট্যুর দুই ক্ষেত্রেই আরও সুবিধাজনক করে তুলেছে। 

ইঞ্জিনের দিক থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এই বিশেষ সংস্করণেও থাকছে পরিচিত ৩৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপাদন করে ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক। ইঞ্জিনটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা শহরের রাস্তা ও হাইওয়ে দুই জায়গাতেই মসৃণ ও আরামদায়ক রাইড নিশ্চিত করে। সাসপেনশন, ব্রেকিং সিস্টেম এবং চ্যাসিস স্ট্যান্ডার্ড মডেলের মতোই রাখা হয়েছে।

দামের ক্ষেত্রে, রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর এই স্পেশাল এডিশনের ভারতে এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৮২ রুপি।

আরও পড়ুন

বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।