বিনামূল্যে গান শোনাবে গুগল


প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৬ জুলাই ২০১৫

অনলাইনে স্ট্রিমিং করে গান শুনতে হলে ডেটা চার্জ কেটে নেয়াটাই স্বাভাবিক। তবে নতুন এক ব্যবস্থায় অনলাইনে গান শুনতে এখন আর ডেটা কেটে নেবে না। কারণ সার্চ ইঞ্জিন গুগল বিনা মূল্যে অনলাইনে গান শোনার ব্যবস্থা করেছে।

নতুন এই পদ্ধতিতে গুগল প্লে মিউজিক সেবা ব্যবহার করে কোনো খরচ ছাড়াই ‘স্ট্রিমিং’-এর মাধ্যমে গান শুনতে পারবেন ব্যবহারকারীরা।

সবার প্রথমে এই সেবা নিয়ে এসেছিল অ্যাপল।৩০ জুন থেকে অ্যাপলের মিউজিক সেবাটি চালু হবে, যা প্রথম তিন মাস বিনা মূল্যে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এবার সেই পথে হাঁটছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।গুগলের প্লে মিউজিক সেবাটিতে নির্দিষ্ট খরচের বিনিময়ে আনলিমিটেড গান শোনার ব্যবস্থাও রয়েছে। ১০ ডলার খরচ করে শুরুতেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সেবাটি কিনে নিতে পারবেন।

যুক্তরাষ্ট্রে অ্যাপলের আগেই এ বাজারে শীর্ষস্থান দখল করে আছে গুগল। ইতিমধ্যে এ সেবাটি ওয়েবসাইটে চালু হয়েছে। চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীও পাবেন বলে জানা গেছে। গুগলের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী শুধু যুক্তরাষ্ট্রেই এ ধরনের মাসিক খরচের বিনিময়ে গান শোনার সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা ৮ লাখ ১৫ হাজারের বেশি।

নতুন পদ্ধতিতে বিনা মূল্যে গান শোনার এ সেবাটিতে বিভিন্ন সময় অনুযায়ী গান চলবে, যা আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বিনা মূল্যে শোনার সুযোগ পাবেন।তবে ধীরে ধীরে সেবাটি বিশ্বব্যাপী চালু করা হবে বলেও আশাবাদী তারা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।