উদ্যোক্তা হাটে কেনাকাটায় প্রতি ঘণ্টায় পুরস্কার
রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার শুরু হওয়া উদ্যোক্তা হাটে কেনাকাটা করলে প্রতি ঘণ্টায় পাওয়া যাচ্ছে আকর্ষণীয় পুরস্কার। হাটের যে কোন স্টল থেকে ১০০ টাকার কেনাকাটা করলে দেয়া হচ্ছে কুপন। এ কুপন জমা দিয়ে অংশ নেয়া যাবে প্রতি ঘণ্টার র্যাফেল ড্র’তে।
উদ্যোক্তা হাটের আহ্বায়ক এম এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ বলেন, হাটে আসা ক্রেতাদের নিয়ে প্রতি ঘণ্টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। প্রতি র্যাফেল ড্র'তে ৩ জন ভাগ্যবান ক্রেতা পাচ্ছেন পুরস্কার।
রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।
এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এএ/জেএইচ/আইআই