প্রযুক্তিতে দক্ষ কারিগরদের সম্মাননা দিল ক্রিয়েটিভ আইটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ জুন ২০১৯

প্রযুক্তিতে দক্ষ ৭০০ শিক্ষার্থীকে সনদ, ৫০০ শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি অঙ্গনে ক্যারিয়ার গড়ার সুযোগ এবং ৫২ জনকে সম্মাননা দিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি।

শনিবার (১৫ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ক্রিয়েটিভ আইটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা ২০১৯ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার সেলস অ্যান্ড সার্ভিসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ও প্রথম আলোর হেড অফ ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য এস এম আল ইমরান, আইটি অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান, ক্রিয়েটিভ আইটির এক্সিকিউটিভ ডিরেক্টর পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা ৫২ জন প্রযুক্তি দক্ষ কারিগরের হাতে সম্মাননা তুলে দেন। ক্যাটাগরিগুলো হচ্ছে অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ি অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ডিসট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়াও নির্বাচিত ৫০০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় জব প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে (অনুপ্রেরণা পর্ব) প্রজন্মের প্রযুক্তিতে দক্ষ কারিগরদের অনুপ্রেরণা দিতে উপস্থিত হন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কায়কোবাদ, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. রহমান, বেসিসের ডিরেক্টর দিদারুল আলম সানি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, বোল্ডের প্রেসিডেন্ট কাজী এম. আহমেদ প্রমুখ।

আরএম/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।