নতুন ট্যাব ও মোবাইল নিয়ে প্রেস্টিজিও


প্রকাশিত: ১১:০৫ এএম, ২১ নভেম্বর ২০১৪

দেশের বাজারে তিনটি মডেলের ট্যাব ও স্মার্টফোন উন্মুক্ত করেছে ইউরোপিয়ান ব্র্যান্ড প্রেস্টিজিও। বাংলাদেশে প্রেস্টিজিও ব্র্যান্ডের পণ্য বিপণন করবে ফ্লোরা লিমিটেড।

ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন পণ্য উন্মুক্ত করেন ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম এবং প্রেস্টিজিওর বিপণন বিভাগের পরিচালক আম্মার তৌইরে। অনুষ্ঠানে পিএমপি৫৭৮৫, এবং পিএমপি৫১০১সি মডেলের সাড়ে ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি মাপের থ্রিজি সুবিধার ট্যাব প্রদর্শন করেন আম্মার তৌহরে। এ ছাড়াও থ্রিজি এবং ডুয়াল সিম সুবিধার প্রেস্টিজিও পিএপি৫৫০০, পিএপি৩৪০০ এবং পিএপি৫৩০৭ মডেলের স্মার্টফোন দেখান তিনি।

আম্মার তৌহরে বলেন, বিশ্বে ৮০ টিরও বেশি দেশে প্রেস্টিজিও ব্র্যান্ডের পণ্য বিক্রি হচ্ছে। বাংলাদেশেও চ্যানেলের মাধ্যমে এই ব্যবসা শুরু করেছে প্রেস্টিজিও।

মোস্তফা শামসুল ইসলাম বলেন, প্রেস্টিজিও পণ্য সুনামের সঙ্গে বিভিন্ন দেশে চলছে। বাংলাদেশে ফ্লোরা এই উন্নত মানের এই পণ্য বিপণনে কাজ করবে। এ ছাড়াও শিগগিরই টেলিকম অপারেটরদের বিভিন্ন অফার এই পণ্যের সঙ্গে যুক্ত হবে।

প্রেস্টিজিওর পণ্য প্রসঙ্গে ফ্লোরা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন এবং ট্যাবের সঙ্গে বিনামূল্যে থাকছে স্টাইলিস্ট লেদার কেস, ২০০জিবি ক্লাউড স্টোরেজ, ২৪ হাজার ই-বুক ডাউনলোড সুবিধা।

দেশব্যাপী ফ্লোরার শোরুম ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, আইডিবিসহ মোবাইলের বাজারগুলোতে প্রেস্টিজিও পণ্য পাওয়া যাবে। প্রেস্টিজিওর প্রতিটি পণ্যে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি।

প্রেস্টিজিও স্মার্টফোন পাওয়া যাবে ৭ হাজার ২০০ টাকা থেকে ১৮হাজার ২০০ টাকার মধ্যে। আর ট্যাব পাওয়া যাবে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২ মাসের কিস্তিতেও কেনা যাবে এই পণ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।