গুগলের নতুন সেবা


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৪

বিশ্বব্যাপী গ্রাহকদের বিজ্ঞাপনমুক্ত সার্চ সুবিধা দিতে নতুন একটি সেবা চালু করেছে মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটির এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্লক করতে পারবেন। এছাড়া সম্প্রতি ভিডিও শেয়ারিংয়ের সাইট ইউটিউবেও বিজ্ঞাপনমুক্ত নতুন একটি সেবা চালু করেছে গুগল। মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের মাধ্যমে ‘ইউটিউব মিউজিক কি’ নামের এ সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

বর্তমানে অনলাইনভিত্তিক বেশির ভাগ প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস বিজ্ঞাপন প্রচার। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো এখন টেলিভিশনের চেয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারে বেশি আগ্রহী। আর বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের প্রবণতাও বাড়ছে। ফেসবুকের মতো শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ সাইটের মূল আয়ের সিংহভাগই আসে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার খাত থেকে। কিন্তু এ মুহূর্তে গুগলের ধারাবাহিকভাবে বিজ্ঞাপনমুক্ত সেবা আনার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন দেখার সুযোগ করে দিয়েছে। বেশির ভাগ সাইট এখন গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। -এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।