তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে : পলক

তথ্যপ্রযুক্তি খাতকে বিকশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে ‘লার্নিং এন্ড আর্নিং : আত্মনির্ভরশীলতায় নতুন সম্ভাবনা’ প্রকল্প আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও উন্নয়ন সম্ভব নয়। সরকারের পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে দক্ষ ও অভিজ্ঞ মানব সম্পদ গড়ে তোলাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রকল্পের উদ্দেশ্য বৈশ্বিক বাজারে ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের অবস্থান সমুম্বতকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে সচেতনতা তৈরি এবং মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং-এর কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ।
প্রকল্পের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে- প্রশিক্ষণের মাধ্যমে ৫৫ হাজার দক্ষ আইটি ও আইসিটি ফ্রিল্যান্সার তৈরি, ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে বেসিক আইটি ও আইসিটি লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২৫ হাজার জনবলকে আউটসোর্সিং কাজে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য বেসিক আইটি ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, উপজেলা ও জেলা পর্যায়ে ১০ হাজার জনবলকে বিশেষায়িত আউটসোর্সিং কাজে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য এডভান্স আইটি ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন পর্যায়ের এক হাজার ৯২০ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লিভরেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের কমিউনিকেশন কনসালট্যান্ট অজিত কুমার সরকার এবং টেকনিক্যাল বিষয়ে নির্দেশনা প্রদান করেন ওডেক্স ও ইল্যান্স কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
আইটি এক্সপার্ট, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্রিল্যান্সারসহ প্রায় ৩শ’ জন সেমিনারে অংশগ্রহণ করেন।