স্যামসাং বাংলাদেশের নতুন এমডি স্যাংওয়ান ইউন


প্রকাশিত: ১০:৫১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

স্যাংওয়ান ইউন স্যামসাং বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি স্যামসাং-এর সঙ্গে বিগত ২০ বছর ধরে কাজ করছেন এবং এখন তিনি স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান হিসেবে নিয়োজিত হলেন।  

স্যাংওয়ান ইউন বলেন, ‘স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি বাংলাদেশের এমন অগ্রগতি হচ্ছে যেখানে পিছনে ফিরে তাকানোর কোন অবকাশ নেই এবং আমরা দেশের ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে আগ্রহী।’

উল্লেখ্য, অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩ লাখ ২০ হাজার জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।

আরএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।