আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট
এবার আইফোনে পাবেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানার এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলেই হলো, বিস্তারিত জানিয়ে দেবে। এমনকি মন খারাপের সময় সবচেয়ে কাছের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি।
অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো সিরি। সিরির বদলে অন্য কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের অনুমতি দেয় না অ্যাপল। তবুও আইফোন ১৫ প্রো সিরিজ ও তার নতুন মডেলগুলোর ব্যবহারকারীরা আইফোনে সহজেই পেয়ে যাচ্ছেন অতিরিক্ত ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা। ওপেনএআইয়ের সাম্প্রতিক আপডেটের ফলে অ্যাকশন বাটনে সরাসরি চ্যাটজিপিটির ভয়েস মোড সেট করা যাচ্ছে। ফলে এক চাপেই শুরু হয়ে যাবে কথোপকথন। কোনো রকম মেনু বা অ্যাপ খুলতে হবে না।
এখন ভয়েস চ্যাট চলবে একই স্ক্রিনে যেখানে টেক্সট চ্যাট দেখা যায়। এআইয়ের উত্তর একসঙ্গে শব্দ ও লেখা দুইভাবেই পাওয়া যাবে। টাইপিং ও ভয়েসের মধ্যে বদলও খুব মসৃণ ভাবে করা যাবে। নতুন শর্টকাট সেট করার পরে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটি ভয়েস মোড সঙ্গে সঙ্গেই শুরু হবে।
দেখে নিন কীভাবে সেট করবেন চ্যাটজিপিটি ভয়েস মোড
১. আগে আপনার আইফোনে চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল করে লগ ইন করুন।
২. সেটিংস অ্যাপ খুলুন।
৩. অ্যাকশন বাটনে ট্যাপ করুন।
৪. কন্ট্রোলস সেকশনে গিয়ে বর্তমান সেটিং-এর পাশে থাকা চেভেরন চিহ্নে ট্যাপ করুন।
৫. সার্চ বারে চ্যাটজিপিটি লিখুন।
৬. এবার ওপেন চ্যাটজিপিটি ভয়েস নির্বাচন করুন।
একবার সেট হয়ে গেলে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটি ভয়েস ইন্টারফেস চালু হবে। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি মাইক্রোফোন পারমিশন চাইতে পারে। সেই পারমিশন ‘অ্যালাউ’ করলেই হবে।
আরও পড়ুন
এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক
চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না
সূত্র: লাইভমিন্ট
কেএসকে/এমএস