ভিভো নিয়ে আসছে ৬ জিবি র‌্যামের স্মার্টেফোন


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের বাজারে ৬ জিবি র‌্যামের স্মার্টেফোন নিয়ে এলো ভিভো। আগামী ১ মার্চ এক্সপ্লে-৫ নামের স্মার্টেফোনটি বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভিভো জানায়, ৪ জিবি থেকে এক লাফে ৬ জিবি র‌্যাম পাওয়া যাবে ফোনটিতে। এটি হবে এখনও পর্যন্ত বাজারে আসা মডেলগুলোর সবচেয়ে বেশি র‌্যামের স্মার্টফোন। এছাড়া বড় চমক হচ্ছে, ফোনটিতে সোলার চার্জিংয়ের ব্যবস্থা আছে।

ভিভো জানায়, শুধুমাত্র র‌্যাম নয়, এক্সপ্লে-৫ মডেলের দু’দিকেই স্যামসাং ‘এজ’ সিরিজের মতো কার্ভড স্ক্রিন সুবিধা থাকবে। এছাড়া এই ফোনে থাকবে ৬ ইঞ্চির ডিসপ্লে। ১৬এমপি রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৪৩০০ এমএএইচ ব্যাটারির ম়়ডেলে অ্যান্ড্রয়ে়ড মার্শমেলো ওএস থাকবে বলেও জানা গেছে।

আরএম/এসকেডি/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।