এবার ভ্লগারদের জন্য ক্যামেরা আনলো ক্যানন

দিন দিন সব প্ল্যাটফর্মে বেড়েই চলেছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা। কেউ নানা বিষয়ে শর্ট ভিডিও তৈরি করছেন কেউবা ডেইলি কাজের ভিডিও করে তা পোস্ট করছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। এবার সেই ভ্লগারদের জন্য ক্যানন নিয়ে এলো একটা ভ্লগিং ক্যামেরা।
ছোট্ট সুন্দর এই ক্যামেরা ব্যাগে খুব সহজেই বহন করতে পারবেন। যেসব ভ্লগাররা তাদের ফলোয়ারদের রোমাঞ্চের অন্য মাত্রায় নিয়ে যেতে চান, তাদের জন্য চমৎকার হতে চলেছে ক্যানন পাওয়ারশট ভি১০। এই ক্যামেরার ওজন মাত্র ২১১ গ্রাম। কম্প্যাক্ট, হাল্কা এই ক্যামেরা খুব সহজেই আপনার পকেটে ফিট হয়ে যাবে।
সংস্থার দাবি, পাওয়ারশট ভি১০-এর ভার্টিকল বডি কোম্পানির একেবারে নতুন ডিজাইন। পোর্টেবল এই ক্যামেরা বাধাহীন ভাবে ব্যবহারকারীকে প্রচণ্ড ভিড়ের মধ্যেও রেকর্ড করতে দেবে। সেন্টার্ড রেকর্ড বাটন রয়েছে এতে, যা খুব দ্রুততার সঙ্গে ক্যামেরা নিয়ন্ত্রণ করতে সক্ষম। ক্যামেরাটি সম্পূর্ণরূপে এককভাবে চালানো যেতে পারে। এছাড়া এর ২.০ ইঞ্চির এলসিডি টাচস্ক্রিনের সাহায্যে আপনি সামনের দিকে ফ্লিপ করতে পারেন।
আরও পড়ুন: স্মার্টফোনের চার্জিংয়ে সমস্যা হলে যা করবেন
ক্যামেরাটিতে দেওয়া হয়েছে ১ ইঞ্চির সিএমওএস সেন্সর, যা ৪কে ভিডিও কোয়ালিটি ডেলিভার করতে পারে। একইসঙ্গে আবার স্টিল শুটিংয়ের ক্ষমতাসম্পন্নও। মোট ১৪টি ভিন্ন কালার ফিল্টার রয়েছে এতে, যেগুলোর দ্বারা আপনি খুব দ্রুত অ্যাম্বিয়েন্সে সুইচ করতে পারবেন। পাশাপাশি স্মুধ স্কিন মোডও ব্যবহার করতে পারবেন। ছোট্ট ক্যামেরাটিতে অন্যান্য প্রফেশনাল ক্যামেরার মতোই ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারবেন।
পাওয়ারশট ভি১ ক্যামেরাটিতে রয়েছে হাই-কোয়ালিটি মাইক্রোফোন, বিল্ট-ইন স্ট্যান্ড, শেক-ফ্রি ৪কে ইউএইচডি কোয়ালিটির মুভি রেকর্ডিংয়ের অভিজ্ঞতা দিতে পারে। আবার ক্যামেরাটি ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপের সঙ্গে কানেক্ট করা যেতে পারে। ফলে আপনি ওয়াই-ফাইয়ের মাধ্যমে আপনার ভিডিওগুলো স্মার্টফোন বা ল্যাপটপে দ্রুত ট্রান্সফার করতে পারবেন।
এছাড়াও ল্যাপটপ বা পিসিতে সহজে স্থানান্তর করার জন্য বা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার জন্য এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের কর্মসূত্রে প্রতিনিয়ত বাইরে যেতে হয়, তারা ইউএসবি-সি পোর্টের এর মাধ্যমে ডিভাইসটি রিচার্জ করতে পারেন।
আরও পড়ুন: ফোনে ঘূর্ণিঝড়ের আপডেট পাবেন যেভাবে
দুটি ভিন্ন বান্ডলে এই ক্যামেরা আপনি ক্রয় করতে পারবেন। তার একটি হল স্ট্যান্ডার্ড কিট এবং অপরটি অ্যাডভান্সড কিট। এদের মধ্যে স্ট্যান্ডার্ড কিটে আপনি পেয়ে যাবেন পাওয়ার কেবেল, সফট কেস, লেন্স ক্যাপ, উইন্ডশিল্ড এবং রিস্ট স্ট্র্যাপ। যাঁরা আর একটু ক্রিয়েটিভ অপশনের খোঁজ করছেন, তাঁরা অ্যাডভান্সড কিটে স্মল রিং পেয়ে যাবেন, যার মাধ্যমে রিং লাইট অ্যাটাচ করতে পারবেন বা একটি এক্সটার্নাল মাইক্রোফোনও হোল্ড করার বন্দোবস্ত করতে পারবেন।
ভারতে এই ক্যামেরার দাম ৩৯ হাজার ৯৯৫ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ৫১ হাজার ৯৯০ টাকা। চলতি বছরের জুন থেকে অনলাইন ও অফলাইন দুই প্ল্যাটফর্মেই ক্যামেরাটি ক্রয় করতে পারবেন ক্রেতারা।
সূত্র: ফার্স্টপোস্ট
কেএসকে/জিকেএস