ভারতীয় সেনাবাহিনীতে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ


প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

ভারতীয় সেনাবাহিনীতে নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ। উরিতে জঙ্গি হামলা ও শ্রীনগরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর থেকেই মেসেজিং অ্যাপসটিতে বেনামে অনেকগুলো বার্তা ছড়ানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, বার্তাগুলিতে প্রচুর অসত্য তথ্য রয়েছে এবং সেনাসদস্যের মধ্যে বিভ্রান্তি ও অসহযোগিতামূলক পরিবেশ তৈরি করতেই এই বার্তা।

হোয়াটসঅ্যাপে প্রকাশিত বার্তাগুলির একটিতে বুদগাঁওয়ে সেনাবাহিনীর হাতে দুই কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে মোদির মন্তব্যের সমালোচনা করা হয়েছে। তাতে বলা হয়, এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন মোদি। আর একটিতে উরির ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল সঙ্কল্প কুমার, হাবিলদার সুভাষ চাঁদ ও নায়েক গুরমেল সিং একসঙ্গে জঙ্গিদের আটকেছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উরিতে এমন কিছু মোটেই হয়নি। আর এই একটি বার্তাও সেনাবাহিনীর কোনও সদস্যের অ্যাকাউন্ট থেকে যায়নি। সেনাবাহিনীতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি যথেষ্ট কড়া। কাজেই এ বিষয়ে তারা নিশ্চিত। - টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।