নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২২ মার্চ ২০১৬

দেশের সঙ্গীতাঙ্গনের সব তারকা শিল্পীর উপস্থিতিতে জিপি হাউজে নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করলো গ্রামীণফোন। গান শোনার ক্ষেত্রে জিপি মিউজিকে রয়েছে গানের সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহ যা সঙ্গীতপ্রেমীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে।

জিপি মিউজিকের মাধ্যমে অনলাইন ও অফলাইনে স্ট্রিমিং করে গান শুনতে পারবেন সঙ্গীতপ্রেমীরা। তারা হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন তাদের পছন্দের সব গান।

সম্প্রতি, মুক্তি পাওয়া আন্তর্জাতিক গানের পাশাপাশি আমাদের নিজেদের দেশের গান শোনার ক্ষেত্রে ‘জিপি মিউজিক’র রয়েছে সবচেয়ে বড় সংগ্রহ। গ্রাহকরা সহস্রাধিক গানের সংযুক্ত প্লে লিস্টের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী প্লে লিস্ট তৈরি করে নিতে পারবেন।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস গ্রামীণফোনের গ্রাহকরা উচ্চমানসম্পন্ন ডিজিটাল সঙ্গীত পছন্দ করবেন। আমাদের এ বিশ্বাসের ফলই জিপি মিউজিক। এক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সব সঙ্গীতপ্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ প্ল্যাটফর্ম ‘জিপি মিউজিক।
 
এ নিয়ে গ্রামীণফোন ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসির হোসেন বলেন, জিপি মিউজিকের মাধ্যমে প্রতিমুহূর্তে জীবনের শক্তিতে বেঁচে থাকার জন্য আমরা শ্রোতাদের উৎসাহিত করছি। এটাই বাংলাদেশি সঙ্গীতের ভবিষ্যৎ।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।