শিগগির আসছে হোন্ডার ই-স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বাজারে খুব শিগগির আসছে হোন্ডার বৈদ্যুতিক স্কুটার। একের পর এক বাইক নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় এই সংস্থাটি। হোন্ডা এসসি ই হচ্ছে হোন্ডার প্রথম বৈদ্যুতিক স্কুটার। স্কুটারে দেওয়া হয়েছে অসংখ্য নিত্য নতুন ফিচার।

এটিকে সংস্থার জনপ্রিয় বাইক অ্যাক্টিভার উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি। তবে স্কুটারের ডিজাইন ফিউচারিস্টিক। সাধারণত হালফিলের কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকলে যে সব র‍্যাডিকল ভিজুয়াল এলিমেন্ট দেখা যায়, সেগুলো দেওয়া হয়নি স্কুটারটিতে।

বিজ্ঞাপন

ইলেকট্রিক স্কুটারটির সামগ্রিক প্রোফাইল আধুনিক স্কুটারগুলোর মতোই। স্কুটারের সামনের আলোকিত হোন্ডা ব্র্যান্ডিং সহ একটি এলইডি লাইট বার এটিকে এক্কেবারে স্বতন্ত্র পরিচয় দেয়। স্কুটারের ফ্রন্ট লাইটিং প্যানেলে ব্লু অ্যাক্সেন্টে ইলেকট্রিফায়িং টাচ দেওয়া হয়েছে। পাশাপাশি এই একই টাচ আবার হ্যান্ডেলবার থেকে শুরু করে ফ্লোরবোর্ড, টেইল সেকশন এবং বাব মোটরেও রয়েছে।

আরও পড়ুন: ৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্কুটারটিতে রিমুভেবল ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে স্কুটারে, যা সিটের নিচে থাকবে। যেহেতু ব্যাটারি এই স্কুটারের সিটের নিচের অনেকখানি জায়গা দখল করে থাকবে, তাই সেখানে আলাদা করে জিনিসপত্র রাখার ততটাও জায়গা ফাঁকা থাকবে না।

রিমুভেবল বা সোয়্যাপেবল ব্যাটারি প্যাকের এক-একটার ক্যাপাসিটি প্রতি ঘণ্টায় ১.৩ কিলোওয়াট, যাকে মোবাইল পাওয়ার প্যাক বলছে হোন্ডা। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ড্রাম ব্রেক সেটআপ যে থাকছে, এটুকু নিশ্চিত করা গিয়েছে। ১২ ইঞ্চির চাকায় দৌড়বে এই হোন্ডা ইলেকট্রিক স্কুটার।

তবে স্কুটারটির মোটর স্পেসিফিকেশনসহ আউটপুট বা রেঞ্জ কত হবে তা এখনো জানা যায়নি। দাম সম্পর্কেও তেমন কোনো তথ্য জানায়নি সংস্থা। তবে খুব শিগগির বাজারে আসছে এই স্কুটার। তখন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।