নতুন বাইক আনছে হিরো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪

বছরের প্রথম বাইক আনতে চলেছে জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা হিরো। ফ্লাগশিপ মোটরবাইকের নাম হতে চলেছে ম্যাভেরিক ৪৪০। বাইকটি হার্লে ডেভিডসন এক্স৪৪০-র সমতুল প্লাটফর্মে তৈরি মোটর বাইক হতে চলেছে। ২০২৪ সালের ২৩ জানুয়ারি বাজারে আসছে হিরো ম্যাভেরিক ৪৪০।

ধারণা করা হচ্ছে হিরো ম্যাভেরিক ৪৪০-তে থাকতে পারে ঐতিহ্যবাহী টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক। এক্স৪৪০-তে কিন্তু রয়েছে ইউএসডি ফোর্ক। এছাড়া হার্লের মতো রেট্রো লুকও থাকবে না ম্যাভেরিকে।

আরও পড়ুন: হান্টারের নতুন দুটি ভ্যারিয়েন্ট আনলো রয়্যাল এনফিল্ড

সামনে থাকতে পারে এইচ-আকৃতির এলইডি ডিআরএল-সহ একটি বৃত্তাকার হেডল্যাম্প। মনে করা হচ্ছে এই বাইকে থাকতে পারে ১৭ ইঞ্চি অ্যালয়-হুইল। হার্লে এক্স৪৪০-এ এই চাকার ব্যস ১৯ ইঞ্চি।

সবচেয়ে বড় ব্যাপার হলো হার্লে এক্স৪৪০ একটি ‘রোডস্টার’ বাইক। ম্যাভেরিক ৪৪০ হতে চলেছে একটি ‘স্ট্রিটফাইটার’। মনে করা হচ্ছে, এর জ্বালানি ট্যাঙ্কেও নতুন ডিজাইন আসতে পারে।

এছাড়া ম্যাভেরিকে প্রায় একই রকম জায়গা থাকবে যেমন রয়েছে হার্লে এক্স৪৪০-তে। ম্যাভেরিকের ক্ষেত্রে ৪৪০ সিসি মোটরটি প্রায় ২৭ বিএইচপি পাওয়ার এবং ৩৮ এনএম টর্ক উৎপাদন করতে পারবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স। দাম ভারতীয় বাজারে ২ লাখ রুপি।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।