৭ মার্চ থেকে বিশেষ ইন্টারনেট প্যাকেজ পাবেন টেলিটক গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৪ মার্চ ২০২৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৭ মার্চ থেকে ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ পাবেন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহকরা।

সোমবার (৪ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ প্যাকেজ তৈরির নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ৭ মার্চ টেলিটকে ইন্টারনেটের বিশেষ সাশ্রয়ী প্যাকেজ দিতে হবে এবং ওইদিন থেকে তা চালু করতে হবে।

প্রতিমন্ত্রী এদিন রাজধানীর গুলশানে টেলিটক সদরদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

জুনাইদ আহমেদ পলক অন্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে জানতে চান।

পাশাপাশি বিদ্যমান পাঁচ হাজার ৬০০ টাওয়ারের কর্মক্ষমতা; বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান প্রতিমন্ত্রী। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এসময় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এএএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।