আসছে ইনটেলের প্রসেসরযুক্ত লেনোভোর ফোন


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

নতুন বছরে উৎসবের মৌসুম আরও রঙিন হচ্ছে গ্যাজেটপ্রেমীদের। সৌজন্য- লেনোভো। নতুন বছরে ভারতের বাজারে তারা নতুন দুটি স্মার্টফোন আনছে। ২০১৫ জানুয়ারির শুরুতে নতুন এই ফোনগুলি উপমহাদেশের বাজারে পাওয়া যাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই স্মার্টফোন দুটিতে মূলত অপারেটিং সিস্টমের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ফোন দুটিতে আছে ইনটেলের ৬৪ বিট অ্যাটম প্রসেসর। সঙ্গে থাকবে অ্যাডভ্যান্স LTE মোডেম চিপ। শুধু তাই নয় নতুন এই দুটি স্মার্টফোনে থাকবে ফোরজি-র সুবিধা। নতুন এই ফোনটির অন্যান্য ফিচার, সংস্থাটির পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।