ছোট পর্দার আইফোন আনছে অ্যাপল

বড় আকারের আইফোন সিক্স ও সিক্স প্লাসের পর এবার নতুন বছরকে সামনে রেখে ছোট পর্দার নতুন তিনটি আইফোন আনছে শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান কাউয়েন অ্যান্ড কোম্পানি অ্যাপল ইনসাইডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। -খবর টেকরাডার
বিশ্লেষকদের মতে, ছোট পর্দার স্মার্টফোনে ফিরে যাচ্ছে অ্যাপল। আগামী বছরের স্মার্টফোনগুলোর মধ্যে অন্তত একটির আকার ৪ ইঞ্চির মধ্যে থাকবে। আইফোন ফাইভএসের মতোই আকার হবে নতুনটির। তবে পর্দার ধরন অনেকটা আইফোন সিক্সের মতোই হবে। অর্থাৎ বাজারে নতুন আসা আইফোন দুটির মতোই বাঁকানো পর্দার আইফোন আনছে মার্কিন প্রতিষ্ঠানটি।
বাজারে ক্রমেই বাড়ছে বড় পর্দার স্মার্টফোনের চাহিদা। এতে ফ্যাবলেটের প্রাধান্য বাড়ছে অনেকাংশে। স্যামসাং, জিয়াওমি, মাইক্রোসফটের মতো অধিকাংশই প্রতিষ্ঠান বড় পর্দার স্মার্টফোন বাজারে ছেড়েছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়লেও অ্যাপলের নতুন আইফোন দুটি গ্রাহক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যান্য প্রতিষ্ঠান যেখানে বেশকিছু সংস্করণের স্মার্টফোন বাজারে ছাড়ছে, সেখানে অ্যাপলের রয়েছে মাত্র একটি সিরিজ। আর মার্কিন প্রতিষ্ঠানটির ডিভাইসের দাম বেশি হওয়ায় সবার পক্ষে এগুলো কেনাও সম্ভব হচ্ছে না। এ কারণে অল্প সময়ের মধ্যে বেশকিছু স্মার্টফোন বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মাঝামাঝিতে মার্কিন প্রতিষ্ঠানটি তাদের নতুন তিনটি স্মার্টফোনের উদ্বোধন করবে।