আজকের এই দিনে : ২২ ফেব্রুয়ারি ২০১৭


প্রকাশিত: ০২:০২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

১৭৩২ খ্রিস্টাব্দের  এই দিনে মার্কিন স্বাধীনতা সংগ্রামী ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।

১৭৮৩ খ্রিস্টাব্দের এই দিনে রংপুরের পাটগঞ্জে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কৃষক বিদ্রোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়।

১৭৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ার জন্মগ্রহণ করেন।

১৮২৭ খ্রিস্টাব্দের  এই দিনে প্রবন্ধকার ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ এর জন্ম।

১৮৫৭ খ্রিস্টাব্দের  এই দিনে বয়স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল জন্মগ্রহণ করেন।

১৮৮৯ খ্রিস্টাব্দের  এই দিনে দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড জন্মগ্রহণ করেন।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনীয় চলচ্চিত্র পরিচালক লুই বুনুয়েলের জন্ম।

১৯০৬ খ্রিস্টাব্দের  এই দিনে কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমালোচক হুমায়ুন কবীরের জন্ম।

১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে অভিনেতা পাহাড়ী সান্যাল (নগেন্দ্রনাথ) জন্মগ্রহণ করেন।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট কেলভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে ভাষণ প্রদান করেন।

১৯৪৮ খ্রিস্টাব্দের  এই দিনে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়।

১৯৫২ খ্রিস্টাব্দের  এই দিনে  ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।

১৯৫৮ খ্রিস্টাব্দের  এই দিনে মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।

১৯৫৯ খ্রিস্টাব্দের  এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থার আহবানে সমগ্র আরব দুনিয়ায় ফিলিস্তিন দিবস পালিত হয়।

১৯৬২ খ্রিস্টাব্দের  এই দিনে অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব স্টিভ আরউইন এর জন্ম।

১৯৬৯ খ্রিস্টাব্দের  এই দিনে গণঅভ্যুত্থানের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেয়া হয়।

১৯৭৪ খ্রিস্টাব্দের  এই দিনে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

১৯৭৯ খ্রিস্টাব্দের  এই দিনে সেন্ট লুসিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯৯ খ্রিস্টাব্দের  এই দিনে কবি তালিম হোসেন ইন্তেকাল করেন।

২০০২ খ্রিস্টাব্দের  এই দিনে আমেরিকার সাংবাদিক ড্যানিয়েল পার্ল নিহত হন।

২০১১ খ্রিস্টাব্দের  এই দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

এইচআর/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।