মুগ্ধতা ছড়াচ্ছে যমুনা তীরের কাশফুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ অক্টোবর ২০২১

বিরামপুর উপজেলার বুক চিরে বয়ে গেছে ছোট শাখা যমুনা নদী। বাংলার সীমানা শেষে প্রবেশ করেছে ভারতে।

উপজেলার একমাত্র নদীটির পৌর শহরের পাড় ভবানিপুর, মুন্সিপাড়া ও কাটলা ইউনিয়নের তীর ছুঁয়ে ফুটেছে চোখ জুড়ানো কাঁশফুল।

বিজ্ঞাপন

প্রকৃতির অপরূপ লীলাখেলায় মেতে ওঠা সাদা ফুলেরা দোল খায় বাতাসে। স্থানীয় শিশুদের বিনোদনে খোরাক এই কাশবাগান।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শাখা যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায়, নদীর পূর্বাংশে কিনারা ঘেঁষা কাশফুলের সমাহার আপন মনে দোল খাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নদীতে পানি কম থাকায় এলাকায় মানুষ খেয়াজাল দিয়ে মাছ শিকার করছেন। ছোট ছোট ছেলে মেয়েরা ফুলগুলো ছিঁড়ে খেলা করছে।

সেখানেই কথা হয় রহমত আলীর সঙ্গে, বেশ কয়েক বছরের চেয়ে বেশি ফুল এবার ফুটেছে। সকালে পূর্বকাশে সূর্যের আলোতে মাখামাখি হয়।

সাদা কাশফুলগুলো যেন ঝিলিক দিয়ে ওঠে। এমন মনজুড়ানো দৃশ্য এলাকার মানুষ অনেকদিন দেখেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৮০ বছর বয়সী হাকিম আলী বলেন,‘বেশ কয়েক বছর ধরেই নদীর পাড়ে কাশফুলগুলো আপন রূপে ফোটে। তবে এবার বেশি জায়গা জুড়ে ফুটেছে ফুল। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল দেখে মন ভরে যায়। শেষ বয়সে এমন সুন্দর দৃশ্য দেখা মেলায় বেশ ভালো লাগছে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

স্থানীয় বাসিন্দা আমেনা নামের এক নারী বলেন,‘আমাদের এলাকার ছোট ছোট শিশুরা সেখানে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসে। শীতের আগাম বার্তা কুয়াশায় কাশফুলগুলো নুয়ে পড়ে।’

‘আবার বেলা বাড়তেই সূর্যের আলোর তাপে কাশফুলগুলো তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত হয়। পূবদিকের হালকা বাতাসে তারা দোল খায়। এমন রুপ শুধু বাংলায় শোভা পায়।’

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।