ছুটির বিকালে ঢাকার মধ্যে ঘুরতে পারেন ৫ স্থানে

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবি এআই দিয়ে তৈরি

ছুটির দিন মানেই একটু স্বস্তি, আর ঢাকার ভেতরেই এমন কিছু জায়গা আছে যেখানে অল্প সময়ের মধ্যেই পরিবার বা বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো যায়। ইতিহাস, বিজ্ঞান ও আধুনিক বিনোদন সবকিছুর স্বাদ নিতে ঢাকার এই স্থানগুলো হতে পারে আপনার দিনের সেরা পরিকল্পনা।

আসুন এমন ৫ স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক-

আহসান মঞ্জিল

travel
ঢাকার ইতিহাস জানতে আগ্রহীদের জন্য অন্যতম আকর্ষণ হচ্ছে আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি প্রাসাদটি ছিল ঢাকার নবাবদের বাসভবন। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে নবাবি আমলের নানা নিদর্শন, আসবাবপত্র ও ঐতিহাসিক ছবি। সাধারণত সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। স্থানীয় দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য কম এবং শিক্ষার্থী ও শিশুদের জন্য আলাদা ছাড় রয়েছে। পুরান ঢাকার সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই জায়গাটি অবশ্যই তালিকায় রাখার মতো। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে যেতে পারবেন।

লালবাগ কেল্লা

travel
পুরান ঢাকার আরেক দর্শনীয় স্থান লালবাগ কেল্লা। ঢাকার আজিমপুর থেকে কয়েক মিনিট হেঁটেই এখানে যেতে পারবেন।লালবাগ কেল্লা মোগল আমলের এক অনন্য স্থাপনা। লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু করেছিলেন মোগল যুবরাজ মুহাম্মদ আজম শাহ (সম্রাট আওরঙ্গজেবের পুত্র) ১৬৭৮ সালে, কিন্তু তিনি অসম্পূর্ণ রেখে চলে গেলে পরবর্তীতে শায়েস্তা খান এর নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন, তবে তার কন্যা পরী বিবির মৃত্যুর কারণে এটিও অসমাপ্ত থেকে যায়।

অসম্পূর্ণ হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। কেল্লার ভেতরে রয়েছে মসজিদ, সমাধি ও একটি ছোট জাদুঘর। সকাল কিংবা বিকেলের দিকে গেলে তুলনামূলক কম ভিড় পাওয়া যায়। টিকিট মূল্য খুবই সাশ্রয়ী হওয়ায় যে কেউ সহজেই ঘুরে দেখতে পারেন। পুরান ঢাকার খাবার আর ঐতিহ্যের সঙ্গে লালবাগ কেল্লা ভ্রমণ দিনটিকে আরও উপভোগ্য করে তোলে।

বিমানবাহিনী জাদুঘর

travel
আধুনিক ও শিক্ষামূলক ভ্রমণের জন্য বিমানবাহিনী জাদুঘর (এয়ারফোর্স মিউজিয়াম) একটি চমৎকার জায়গা। এখানে বিভিন্ন যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বিমানবাহিনীর ইতিহাসভিত্তিক প্রদর্শনী রয়েছে। অনেক বিমান বাইরে খোলা জায়গায় রাখা, যেগুলো কাছ থেকে দেখা যায়। শিশু ও তরুণদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। টিকিট মূল্য সাধারণত কম, তবে কিছু বিশেষ আকর্ষণের জন্য আলাদা ফি লাগতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার

travel
বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার হতে পারে আদর্শ গন্তব্য। এখানে প্ল্যানেটারিয়াম শো, থ্রিডি বা ফাইভডি মুভি এবং বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী রয়েছে। নির্দিষ্ট সময় অনুযায়ী শো চলে, তাই আগেই সময়সূচি দেখে টিকিট কাটলে সুবিধা হয়। শিশু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র।

বাংলাদেশ জাতীয় জাদুঘর

travel
ইতিহাস ও সংস্কৃতিতে আগ্রহীদের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেশের মুক্তিযুদ্ধ, প্রত্নতত্ত্ব, লোকজ সংস্কৃতি ও শিল্পকলার নানা সংগ্রহশালা রয়েছে। কয়েক ঘণ্টা সময় নিয়ে ঘুরলে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। তবে আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে প্রবেশ টিকেট বিনামূল্যে দিচ্ছে কর্তৃপক্ষ। এর আগে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু ১২ বছর বয়সের নিচে শিশুদের এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিতো কর্তৃপক্ষ। তবে এবার প্রথমবারের মতো ছোট-বড় সবার জন্য ‘ফ্রি’ টিকেট দিচ্ছে কর্তৃপক্ষ। এমনকি বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যের টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন
পর্তুগিজ আমলের রাস্তায় একদিন
ধ্বংসের দ্বারপ্রান্তে মানিকগঞ্জের তেওতা জমিদারবাড়ি

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।