ভ্রমণে যাওয়ার সময় ব্যাগ গোছাবেন কীভাবে?

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০১ নভেম্বর ২০২৩

মামুন রাফী

বেড়াতে যেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে প্রয়োজনীয় জিনিস ঠিকমতো সাজিয়ে নিতে না পারায় অনেক সময় ব্যাগ ভারি হয়ে যায় আবার কখনো কখনো দরকারি অনেক কিছু রাখা যায় না।

তবে কিছু কৌশল মানলে ছোট ব্যাগেও অনেক জিনিস নিতে পারবেন। জেনে নিন সহজে ব্যাগ গুছিয়ে নেওয়ার ট্রিকস-

আরও পড়ুন: যে দেশের নারীরা স্বামীর অবর্তমানে নারীকেই বিয়ে করেন

কাপড় ভাঁজ না করে ‘রোল’ করে রাখুন

অগোছালো মানুষদের জন্য এই পদ্ধতি সব থেকে বেশি কার্যকর। কারণ ভাঁজ করা কাপড় বের করতে গেলে বাকি কাপড়ও এলোমেলো হয়ে যায়।

সে তুলনায় ‘রোল’ করে রাখলে অগোছালো হওয়ার সম্ভাবনা কম। প্রথমে কাপড় মাঝ বরাবর ভাঁজ করে এক প্রান্ত থেকে রোল করে নিন। এভাবে রাখলে জায়গাও কম লাগে।

গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাছাই

ঘুরতে যাওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা জরুরি। যেমন- জুতা। যা ছাড়া দিন পার করা দুষ্কর। এছাড়া ফোনের চার্জার, হেডফোন ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

আরও পড়ুন: মিরসরাইয়ে সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়

যদি দীর্ঘদিনের জন্য বেড়াতে যান তাহলে এই ধরনের জিনিসগুলো সম্ভব হলে অতিরিক্ত সঙ্গে নিয়ে নেওয়া যেতে পারে।

উল্টো করে ভাঁজ করুন

হালকা রংয়ের পোশাক ময়লা হওয়া ও দাগ পড়ার সম্ভাবনা এড়াতে উল্টা করে ভাঁজ বা রোল করে নিন। এছাড়া সুতার বা ভারি নকশা করা পোশাকও উল্টা করে তারপর ব্যাগে রাখুন। এতে নকশা নষ্ট হওয়ার ঝুঁকিও থাকবে না।

তরল প্রসাধনীর ক্ষেত্রে

শ্যাম্পু, লোশন, তেল বা ক্রিম ইত্যাদি প্রসাধনী ব্যাগে নেওয়ার পর টানা-হেঁচড়ায় সেগুলো চুইয়ে পড়তে পারে।

আরও পড়ুন: কম খরচে হানিমুন সারতে কোথায় যাবেন?

এই সমস্যা এড়াতে বোতলের মুখে প্রথমে পাতলা প্লাস্টিক দিয়ে তারপর ঢাকনা আঁটকে নিন। এতে ঢাকনা অসাবধানতায় ঢিল হয়ে গেলেও তা চুইয়ে অন্তত কাপড়ে লাগবে না।

শার্টের কলার ঠিক রাখতে

ব্যাগ বা লাগেজে ফরমাল শার্ট সুন্দরভাবে ভাঁজ করে রাখার পরও কলারের ভাজ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে শার্ট ভাঁজ করার পর কলারের মাঝে বেল্ট ভাঁজ করে রেখে নিন। এতে কলারের আকৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা কমে আসবে।

বক্ষবন্ধনীর আকার ঠিক রাখতে

ব্যাগে অন্যান্য পোশাকের চাপে বক্ষবন্ধনীর আকার নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে এর মাঝ বরাবর ভাঁজ করে একটি কাপের মধ্যে অপর কাপ চাপ দিয়ে ঢুকিয়ে দিন। এবার কাপের মধ্যে অন্য কোনো ছোট কাপড় বা ‘আন্ডারওয়্যার’ চেপে রাখুন যাতে আকার নষ্ট না হয়।

আরও পড়ুন: মাটির নিচেই বাড়ি-বাজার, হোটেল-ক্লাব

ভঙ্গুর জিনিস সাবধানে রাখুন

সুগন্ধি বা অন্যান্য কাচের বোতল ও ভঙ্গুর অনুষঙ্গ ব্যাগে নিতে হলে মোজা বা অন্য নরম কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিন। ভেঙে যেতে পারে এমন জিনিসগুলো ব্যাগের মাঝামাঝি স্থানে রাখুন এতে সরাসরি চাপ পড়বে না।

দামি জিনিস লুকিয়ে রাখুন

ঘুরতে গেলে মূল্যবান অনুষঙ্গ হারিয়ে যাওয়ার ঝুঁকি সবসময়ই থাকে। এক্ষেত্রে দামি জিনিসগুলো লুকিয়ে রাখুন যেন তা সহজে চোখে না পরে।

গয়না রাখতে পারেন খালি ওষুধের কৌটায়, টাকা লুকিয়ে রাখার জন্য জন্য ব্যবহার করতে পারেন পুরোনো চ্যাপস্টিকের টিউব।

লেখক: কবি ও সাংবাদিক

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।