ওটাবের সাধারণ সম্পাদক মিজু মৃধাকে অব্যাহতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৪ আগস্ট ২০২৫
ট্যুর গ্রুপ পর্যটক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিজু মৃধা। ছবি: সংগৃহীত

ফেসবুকভিত্তিক ট্যুর গ্রুপগুলোর সংগঠন অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওটাব) থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজু মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ওটাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওটাবের সভাপতি হাসান মাহমুদ বাপ্পি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওটাবের সাধারণ সম্পাদক মিজু মৃধার সাংগঠনিক পদ গত ১২ মার্চ স্থগিত করা হয়েছিল। সেই অনুযায়ী, তার দ্বারা সংঘটিত বা ভবিষ্যতে সংঘটিত যেকোনো কর্মকাণ্ড, লেনদেন, বক্তব্য বা সিদ্ধান্তের দায়ভার আমাদের সংগঠন বহন করবে না।

কার্যনির্বাহী সব সদস্যর সম্মতিক্রমে তার দ্বারা সৃষ্ট বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ওটাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি ঘোষণা করা হলো।

ওটাবের সাধারণ সম্পাদক মিজু মৃধাকে অব্যাহতি

ওটাব জানিয়েছে, সংগঠনের নীতিমালা, শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সদস্য ও সংশ্লিষ্টদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

মিজু মৃধা ফেসবুকভিত্তিক ট্যুর গ্রুপ পর্যটক বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।