রাতারগুলের অপরূপ দৃশ্য (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৭ মে ২০১৭

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের রাতারগুল। পানি আর উদ্ভিদের অপূর্ব সমন্বয়। রাতারগুলের সেই অপরূপ দৃশ্য দেখুন ছবিতে। ছবি তুলেছেন রবিউল ইসলাম পলাশ।

প্রাকৃতিক সৌন্দর্য
Ratargul
প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলভূমি সিলেটের রাতারগুল। মায়াময় প্রকৃতির টানে এখানে প্রতিদিন ছুটে আসে অগণিত পর্যটক।

ওয়াচ টাওয়ার
Ratargul
রাতারগুলের ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভ্রমণকারীরা রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন।

পানির মধ্যে গাছ
Ratargul
রাতারগুল বিশাল জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের সমারোহ। জলাশয়ের সিঁথিতে বিলি কেটেই পথ চলতে হয় সবাইকে।

পাখি ও বন্যপ্রাণী
Ratargul
রাতারগুলের গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানা প্রজাতির পাখি আর বন্যপ্রাণী। প্রকৃতির অপার ভালোবাসায় পশু-পাখি খুঁজে পায় বেঁচে থাকার অবলম্বন।

জলাবন
Ratargul
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল দেশের একমাত্র ‘ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট’ বা জলাবন।

আমাজনের মতো
Ratargul
অনিন্দ্যসুন্দর বিশাল এ বনের সঙ্গে কেবল তুলনা চলে আমাজনের। এর সৌন্দর্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।

জঙ্গলের গভীরতা
Ratargul
রাতারগুলের জঙ্গলের গভীরতা এত বেশি যে, সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। এছাড়া শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন কেবল বড় জলাশয়গুলোতে পানি থাকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।