ভ্রমণে যে বিষয়ে লক্ষ্য রাখবেন


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০২ মে ২০১৬

ভ্রমণ মানেই আনন্দ। তবে সে আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে ভ্রমণে কোনো সমস্যায় পড়তে না হয়। তাই ভ্রমণে যাওয়ার আগে কী কী করতে হবে তা জেনে রাখা ভালো। জেনে নিন, ভ্রমণে যাওয়ার আগে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন।

• ভ্রমণে সারাদিন কী করবেন তার একটি পরিকল্পনা করুন। তাতে সারাদিনের সময় কিছু বাঁচবে এবং সব রকম পরিস্থিতির জন্যও মোটামুটি প্রস্তুত থাকবেন।

journy-pre-pic

• একদম ভ্রমণ মৌসুমে না গিয়ে একটু কম জনসমাগম হয় এমন সময়ে ভ্রমণে যান। গ্রীষ্মের ছুটি বা বছর শেষে শীতের ছুটি ভ্রমণের জন্য উপযুক্ত মৌসুম। এ সময় না গিয়ে এর কাছাকাছি কোনো সময়ে যেতে পারেন। তবে অফ-সিজনে যাওয়াটা একদমই উচিত নয়।

• একটা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বাসই সবচেয়ে উত্তম পন্থা। ভ্রমণের স্থান সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে ট্যাক্সি বা রেন্ট-এ-কারে অনেক সময় অনেক অযাচিত অবস্থায় পড়তে হতে পারে।

journy-pre-pic

• কোথায় গাড়ি পার্ক করছেন এ ব্যাপারে একটু সতর্ক থাকুন, কেননা গাড়ি চুরি হওয়ার ঝুঁকি বেশি।

• একটি দেশে ঘুরতে গিয়ে তার এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের সময় কোন পরিবহন ব্যবহার করবেন তার ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিন।

• পানির বোতল সঙ্গে রাখুন এবং রেস্টুরেন্ট বা হোটেল থেকে এই বোতলে পানি রিফিল করে নিন।

• অনেক ছোটখাটো কিন্তু অতীব প্রয়োজনীয় জিনিস আমরা ভ্রমণকালে নিতে ভুলে যাই। তা হতে পারে টুথব্রাশ, পেস্ট, শেভিং ক্রিম বা রেজার। কখনো বা ফোনের চার্জার।

• আপনি যদি গ্রীষ্মে কোথাও ভ্রমণ করেন বা উষ্ণ আবহাওয়ায় কোথাও ঘুরতে যান তাহলে এমন কোনো হোটেলে উঠুন যেখানে গরম-ঠান্ডা উভয় পানির ব্যবস্থা আছে।

journy-pre-pic

• যদি আপনি ভ্রমণের খরচ বাঁচানোর সাথে সাথে নিরাপত্তাও নিশ্চিত করতে চান তাহলে দলবদ্ধ হয়ে যেতে পারেন।

• এক শহর থেকে আরেক শহর বা দূরের পথ যদি আপনি ট্রেন বা গাড়িতে করে যান, তাহলে তা অবশ্যই রাতে করুন। এতে আপনার রাতে থাকার হোটেলের খরচও বেঁচে যাবে, আবার আপনি একটু অভ্যস্ত হয়ে গেলে গাড়িতেই ঘুমিয়ে নিতে পারবেন। তবে নিজের ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন।

• অবশ্যই কোথাও ঘুরতে যাওয়ার আগে ওয়েবসাইটে এবং ট্যুরগাইড বুক থেকে সে স্থান সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ট্যুরিজম ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ব্যবহার করে সেখানকার হোটেল বা এয়ারলাইনে কী কী অফার চলছে- তা জেনে নিন এবং দাম তুলনা করে নিন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।